প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
আমার পথটা তোমার পথের সোজাসুজি হলে ভালো হত, বেশ হত-যখনই ইচ্ছে করত চলে যেতে পারতাম, তোমার সাথে দেখা করতাম, তোমার সাথে মিশে যেতে পারতাম, যখনই যা মনে উঁকি দিত তোমাকে সেসব বলে নিজেকে হালকা করে নিতে পারতাম। কিন্তু না, তা হবার নয়-আমার পথটা তোমার পথের থেকে অনেক ঘুরে গেছে, তোমার কাছে যেতে হলে অনেক খাল-বিল, নদী-নালা, আদাড়-বাদাড়, ঝোপ-জঙ্গল, খানা-খন্দ, টিলা-উপত্যকা, চড়াই-উত্রাই পার হয়ে তবে তোমার কাছে যেতে হবে। সে পথ অনেক ঝক্কির, অনেক ঝঞ্ঝাটের, অনেক কষ্টের, অনেক পরিশ্রমের- তাই ইচ্ছে করলেই তোমার সাথে দেখা করা আর হয়ে ওঠে না সবসময়, যদিও আমি নিশ্চিত জানি, তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকো। তবে জানো, এটা বোধহয় একপ্রকার ভালোই হয়েছে, খুশিমতো তোমার ওখানে যেতে পারিনা বলে তোমার প্রতি আমার একটা নিবিড় টান সর্বক্ষণ আমাকে ছেয়ে রেখেছে, তোমার প্রতি আমার ভালোবাসার পারদ ক্রমশ উর্ধ্বমুখী, আমার আঁকাবাঁকা পথজুড়ে শুধু তোমারই পদচিহ্ন।
আমি বসে আছি সব নিয়ে- আমার যত প্রেম, হৃদয়ের যত গান, যত সুখ-দু:খ, বেদনা-যত আশা, খুশি, ইচ্ছা, চাওয়া পাওয়া – সব সব নিয়ে বসে আছি। আমার মনের দুয়ার খুলে রেখেছি, অন্তর উন্মুক্ত রেখেছি, স্বপ্নের ঘর রেখেছি সম্পূর্ণভাবে তালাহীন, ভালোবাসার হাত বাড়িয়ে আমি বসে আছি। একবুক উচ্ছ্বাস নিয়ে আমি বসে আছি, এক আকাশ নীল আবির মেখে আমি বসে আছি, এক অনন্ত সাগরের ঢেউ নিয়ে আমি বসে আছি, একরাশ সোনালি রোদ্দুর নিয়ে বসে আছি, এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি- শুধু বসে আছি তোমারই অপেক্ষায়।
🍂
তুমি হয়তো ঠিক আছো-তাই তোমার মধ্যে কোনো ভাবনা নেই-কোনোরকম চিন্তা নেই, নিজেকে নিয়েই বহাল তবিয়তে সময় কাটিয়ে দিতে পারছ। যত জ্বালা তো হয়েছে আমার-আমি ঠিক নেই-বারবার তোমার ভাবনা এসে মনের দুয়ারে কালবৈশাখী ঝড়ের মতো আছড়ে পড়ছে। আমার হৃদয় তোমার ভাবনায় তোলপাড় হচ্ছে, চাতক পাখির মতো
ছটপট করে মরছে এক ফোঁটা জলের আশায়; আমার এই ছটপটানি তোমার অন্তরকে একটুখানিও নাড়া দিতে
পারছে না। সত্যি বলতে কী- সময়ের সাথে সাথে তুমি বড়ো নিষ্ঠুর হয়ে গেছ, এক নিষ্প্রাণ শরীর নিয়ে হাঁটা-চলা করছো, এমন হৃদয়হীনা কী করে হলে আমি বুঝে উঠতে পারি না।
57th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
It would have been nice if my path had been straight on your path, quite a bit - I could have left whenever I wanted, I could have met you, I could have mingled with you, I could have lightened myself by saying whatever you peeked at me. But no, that's not going to happen - my path has deviated a lot from your path, yours
There are many canals, beels, rivers, canals, bushes, jungles, ditches, hills, valleys, ascents and descents.
After crossing, you have to go. That path is a lot of trouble, a lot of hassle, a lot of hardship, a lot of hard work - so meeting you if you want is not always the case, although I know for sure, you are waiting for me. But you know, maybe it's kind of good, glad you're there
My intense attraction to you for not being able to go has overwhelmed me all the time, the mercury of my love for you is gradually rising, only your footprints are on my winding path.
I am sitting with everything - all my love, all my heart's songs, all my joys and sorrows, all my pains, all my hopes, joys, desires, desires - I am sitting with everything. I have opened the door of my mind, I have opened my heart, I have left my dream house completely unlocked, I am sitting with outstretched hand of love. I am sitting with a wave of a book, I am sitting with a blue sky, I am sitting with the waves of an eternal sea, I am sitting with a golden sun, I am sitting with an intense longing - I am just waiting for you.
You may be fine so you have no worries no worries, you can spend time with yourself. No matter how much I have been irritated, I am not right. My heart is pounding at your thoughts, like a hawk
1 Comments
ভালোবাসা কি ঝক্কি, ঝঞ্ঝাট, কষ্ট , পরিশ্রমের ভয়ে ঘরে বসে থাকে?
ReplyDeleteএকটু মজা করলাম,চলবে নিশ্চয়ই।