জ্বলদর্চি

অন্তরা ঘোষ ও শঙ্কর ঘোষ-এর কবিতা

অন্তরা ঘোষ ও শঙ্কর ঘোষ-এর কবিতা 

মিথ্যে বসন্ত
অন্তরা ঘোষ

মনের দেওয়ালের সবকটা ইট হিসেবে রেখেছিল,
গণ্ডি না পেরোনোর হুমকির।
অথচ ঘটে গেল উলটপুরাণ।
তোমার মায়াময় প্রতারণা স্পষ্ট হতেই,
সামনে এলো বিশ্বাসহীনতার অসংখ্য ঝুরি।
তবুও অন্তহীন শীত শেষের আকাঙ্ক্ষায়―
বসন্তের গান গেয়েছিলাম আমি। গনগনে আগুনের উপর হেঁটেও বিশ্বাস করিনি,
তুমি অন্য গ্রহের চাঁদ।
কালকূট বিষে নীল হয়ে গেছে,
হৃদয় অবাধ্য প্রেম।
জানুসন্ধির মাঝখানে আটকে গেছে,
বসন্ত দিনের কুশল কাব্য।



রঙিন মন
শঙ্কর ঘোষ

আজ কৃষ্ণচূড়া রঙ মেখেছে 
পলাশ আগুন লাল,
আকাশের গায়ে লেগেছে রং
কেটে গেছে শীতকাল।
বসন্ত আজ দুয়ারে দুয়ারে
আবিরে পথ মাখা,
হৃদয়ে সবার জাগুক বসন্ত
দুঃখ থাকুক ঢাকা।
হৃদয়ে হৃদয়ে হোলির আবেশ
চিরদিন যেন থাকে,
বসন্ত যেন সকল হৃদয়ে
সুখ স্বপ্ন আঁকে।
কৃষ্ণচূড়া আর পলাশ ফুলে
রাঙিয়ে দিয়েছে বন
হোলির আবির মেখে সবার
হোক না রঙিন মন।

🍂
ad

Post a Comment

0 Comments