তথাস্তু
নদীর ভিতর এত ঢেউ ছিল জানতে ?
নুড়ি বালি কত জল শুষে নেয় দিন দিন !
ঠিক এইভাবে একদিন সময় শেষ হবে
সব অনুভূতি সম্পর্ক চাপা পড়ে থাকে।
নদীর এপার ওপার দীর্ঘ শ্বাস ছাড়ে।
সবসুখ নদী বয়ে নিয়ে গেছে সাগরে।
আঁধারের মাঝে প্রেম ভরা শুধু হৃদয়ে
রাতের আকাশে জ্বলে ওঠো তারা হয়ে।
নীরবতা অনেক শব্দের মানে বলে দেয়।
অনেক কথন কোলাহলে পথ ভ্রষ্ট।
জীবন যুদ্ধে জেতা হারা মানদন্ড নয়
প্রেমের আলোয় উদ্ভাসিত হোক এ হৃদয়।
সেই প্রেম - চির শাশ্বত কল্যাণকর
তোমার আলোয় আলোকিত হোক এ জগৎ।
🍂
স্বাতী নক্ষত্রের দল
ফুলের মত ডাল থেকে ঝরে পড়া
অসংখ্য রোদ ভরা দুপুর
হীরা ফুল ফুটে ওঠে আলোকিত রাত
সব যেন মায়াময় আবেশে জড়ানো প্রাণ।
লুকিয়ে রাখা অশ্রু - অনুতাপ
রত্নাকরের মত বিরাট হৃদয়।
হাজার বছর অতিক্রমে তুমি ছিলে
তির তিরে ঝর্ণার মত কেঁপে ওঠা প্রাণ।
সবুজ ক্ষেতের মত আলো ভরা পথ
হাজার রাতের কাহিনী পেরিয়ে পাট ভাঙ্গা রোদ
0 Comments