স্নেহাশীষ পালিত
ভাতৃপ্রতিম কবি ও সাহিত্যিক ধৃতি মোহন বিশ্বাস মহাশয়ের লেখা সম্প্রতি প্রকাশিত কবিতার বই "এ মাথা তবে রাবনের মাথা হোক" উপহার হিসেবে গতকালই হাতে পেলাম। প্রকাশক তাপস কুমার গুপ্ত কর্তৃক গীর্বাণ প্রকাশনা থকে ডিসেম্বর ২০২৪ -এ প্রকাশিত এই কবিতার বইটি।
দেশভাগের স্মৃতিবিজড়িত ও প্রেম বিরহের উপর রচিত ৩১ টি কবিতার সমন্বয়ে স্বল্প পরিসর পুস্তিকার অবয়বে তুলে ধরেছেন জীবনের বাস্তব কিছু চিত্র, যা পাঠক হৃদয়ে নিঃসন্দেহে ছাপ ফেলে যাবে। প্রেম ও বিরহের পাশে যত্নে লালিত অভিমান, বিষয়বস্তু উপস্থাপনে কবির মুন্সীয়ানার পরিচয় পাওয়া যায়। রূপকের আড়ালে বাস্তব জীবনের সূক্ষ্ম ভাব, রাগ অনুরাগের চমৎকার মেলবন্ধন উপমিত হয়েছে।
বেশীরভাগ কবিতাতে ঘটনার গুরুত্ব ও পরিস্থিতি বেঝাতে পারিপার্শ্বিক পরিবেশের নিখুঁত বর্ণনা পাঠক মননের অনুভূতিমূলে আলতো টোকা দেওয়ার আয়োজন প্রশংসার দাবি রাখে। শব্দ তথা বাক্যের ব্যবহার সাহিত্য তথা কাব্য পিপাসু মনকে নাড়া দেবে। যেমন - 'চুমুক দিত কুয়াশার সরবতে', 'দুধেল জোছনা', 'তোমার নম্র কোলে', 'সর্পিল কুয়াশা', 'শরীরে আয়েশী মেদ', 'গুলঞ্চের ঘুঙুর পায়', 'পাতলা সরের মত বাসি ঘাম', 'ছলনার আরসিতে',..... ইত্যাদি।
বইটির কয়েকটি যায়গায় বানানের পরিমার্জন প্রয়োজন, অবশ্য তা' প্রিন্টিং মিস্টেক হতে পারে (যদিও সামান্য) যা সংশোধন যোগ্য।
সর্বপরি বলাই বাহুল্য কবির প্রেম বিরহের দার্শনিক ভাবের রূপময়তা ব্যক্তিত্ব অনুযায়ী পাঠকের কাছে প্রকাশ পাবে, নিমগ্নতায় ধরা দেবে আপন চাওয়া পাওয়ার সূত্র সেতুবন্ধনে। নানা রূপে আপন ভাবের বৈচিত্র্যতায় পাঠক খুঁজে নেবেন তার আন্তরিক রসদ। অন্যতম একটি কবিতা 'এ মাথা তবে রাবনের মাথা হোক' শিরোনামে সম্বলিত কবিতার নামে বইটি নামাঙ্কিত। একজন সাধারণ পাঠক হিসাবে আমি আপ্লুত ও প্রাণিত হলাম। বইটির সার্বিক সাফল্য কামনা করি।
🍂
0 Comments