জ্বলদর্চি

৬৫ তম পর্ব /প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

৬৫ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

   তোমার গোলাপ রঙিন ঠোঁটে ভালোবাসা ছায়া ঘনায়-আমার প্রজাপতি মন তা দেখে পাখনা মেলে, বশ না মানা হৃদয় দুরন্ত আবেগে আলোড়িত হয়, তোমার ওই ভালোবাসাঘন ছায়াতলে দু’দণ্ড আরাম পাবার প্রত্যাশী হয় সে। তোমার গোলাপ রঙিন ঠোঁটের মিষ্টি আভা আমার দুচোখে মায়াভরা স্বপ্নের জাল বুনে দেয়, অন্তরে সুগভীর প্রেমের রহস্য জাগায়, তোলপাড় করে ওঠে আমার ব্যাকুল বুক। তোমার গোলাপ রঙিন ঠোঁটের অনবদ্য সৌন্দর্য আমার মনের স্রোতে খুশির ডিঙা ভাসিয়ে দেয়, আনন্দের ঢেউ তুলে আমাকে নিয়ে চলে এক অচিনপুরের দেশে-ইচ্ছে করে তোমার ওই গোলাপ রঙিন ঠোঁটে আমার ভালোবাসাকে আমি রাঙিয়ে নিই। 
শেষটা বাকি থেকে গেল, বাকি রেখে দিলে তুমি – নানান অছিলা আর বাহানা দেখিয়ে টুপ করে পালিয়ে গেলে, আমার মনের খবর নেবার আর এতটুকু প্রয়োজন বোধ করলে না। তুমি চলে যাবার পর সত্যি সত্যিই একটা চাপা কষ্ট আমার বুকের ভিতরে দলা পাকিয়ে উঠেছিল, আমি কেমন যেন একটা শূন্যতাবোধ অনুভব করছিলাম, নিজেকে নিজেই শান্ত করেছি অবশেষে। ভাবলাম – আমাকে কষ্ট দেওয়াটা যদি তোমার যথার্থই ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার সেখানে বলার কী আছে? তাই একসময় নিজেকে কষ্ট করে হলেও সামলে নিয়েছি। এমনটাও ভেবেছি হয়তো আমার চাওয়াটা বেশি হয়ে গিয়েছিল, আমার অধিকারের সীমা লঙ্ঘন করেছিল তাই তুমি তা দিতে সমর্থ হওনি। কিংবা এটাও হতে পারে অন্য কোনোদিন আমার চাওয়াটা পূরণ করে দেবে তোমার অলৌকিক ভালোবাসা দিয়ে। 
তুমি যেভাবেই আমার কাছে আসো না কেন সেভাবেই আমাকে তোমার ভালো লাগে, তোমার লালিমাদীপ্ত সৌন্দর্য মালা, অসাধারণ রূপময়তা আমাকে অনাবিল খুশির স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, দুরন্ত ভালোলাগায়   
মোহিত করে আমার হৃদয়। আসলে সব বেশেই তোমাকে মানায়, সব সাজেই অপূর্ব লাগে – তোমার মধ্যে এমন এক স্বর্গীয় লাবণ্য আছে যার দ্যুতি সর্বক্ষণ তোমাকে রাঙিয়ে যায়-যার কিরণে তুমি সদাই উদভাসিত হও-উদভাসিত করে আমাকেও। তোমার অনবদ্য রূপের ঢেউ যেন আকাশের নীল সুষমা, সাগরের ফেনিল তরঙ্গমালা, গাছের পাতায় সবুজের 
ঢল, তারাভরা রাতের রহস্যময়ী ঝিলিক, পূর্ণিমা চাঁদের স্নিগ্ধ-জোছনা হাসি, পৃথিবীর সব রূপ নিয়েই বুঝি তুমি নিজেই অনন্যা, যার মধ্যে এত রূপের মায়া সে তো অনিন্দ্যসুন্দর হবেই। 
   যেন সাগরের দুরন্ত ঢেউ হয়ে তুমি তুমি খেলা করছিলে – হাতছানি দিয়ে ডাকলে আমাকে; বললে – এই তো আমি তোমার হয়েই এসেছি, কাটো সাঁতার যত ইচ্ছে পারো। তোমার ভালোবাসার আমন্ত্রণকে পারিনি উপেক্ষা করতে, নিজের অজান্তেই কখন বুঝি আমি তোমার ঢেউয়ের তলায় ঝাঁপ দিয়েছি, আর একের পর এক ভেঙে গেছি সে ঢেউয়ের তরঙ্গমালা। তোমার এই ঢেউয়ের দোলায় আমি বারবার আন্দোলিত হয়েছি, আমার বুকের গভীরে ডেকেছে খুশির বান-আমি অনুভব করেছি অনন্ত ভালোলাগার স্বাদ। সে ভালোলাগা আমাকে নিয়ে গেছে অনির্বচনীয় আনন্দলোকে- অনাস্বাদিতপূর্ব এক শিহরণে আমি কেবলই রোমাঞ্চিত হয়েছি, হৃদয় খুঁজে পেয়েছে আমার সাত রাজার ধন এক মানিক। 
🍂

  65th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

Your rose-colored lips cast a shadow of love - my butterfly's mind fluttered its wings at the sight of it, its subdued heart fluttered with fierce emotion, hoping to find two bars of comfort in that loving shadow of yours.  The sweet aura of your rose-colored lips weaves the web of Mayavara dreams in my two eyes, awakens the secret of deep love in my heart, my desperate chest throbs.  The impeccable beauty of your rose-colored lips floats the stream of happiness in the stream of my mind, taking me to the land of Achinpur with a wave of joy - I intentionally paint my love on your rose-colored lips.
 The last one is left, if you leave the rest, you will run away with various excuses and excuses, if you don't feel the need to take the news of my mind anymore.  After you left, there was really a lingering pain in my chest, I was feeling a sense of emptiness, I finally calmed myself down.  I thought - what do I have to say there if you really want to hurt me?  So I managed to hurt myself once.  I also thought that maybe my request was too much, my rights were violated so you were not able to give it.  Or maybe it will one day fulfill my desire with your miraculous love.
    No matter how you come to me, I love you, your reddish beauty garland, extraordinary beauty, I am swept away by the current of endless happiness, I love you very much.
 My heart is fascinated.  In fact, everything suits you, everything looks wonderful - there is a heavenly beauty in you whose radiance always makes you red - in whose rays you are always exposed - exposes me as well.  The waves of your impeccable form are like the blue balance of the sky, the foamy waves of the sea, the green of the leaves of the trees.
 The slopes, the mysterious sparkle of the starry night, the softness of the full moon
 Laughter, I understand with all the forms of the world that you yourself are Ananya, in whom Maya of so many forms must be immaculately beautiful.
    As if you were playing with the rough waves of the sea - call me with your hands;  If you say - this is what I have come for you, swim as much as you want.  I could not ignore the invitation of your love, when I realized without knowing it, I jumped on the bottom of your wave, and one by one the waves broke.  In the cradle of this wave of yours, I have been moved again and again, the call of happiness has called deep in my chest - I have felt the taste of eternal love.  That love has taken me to indescribable bliss - I was just thrilled by an unsavory vibration, the heart has found the treasure of my seven kings, one manik.

Post a Comment

0 Comments