আজ, ভারতের স্বাধীনতা দিবস। অনেক আত্মক্ষয়ী ও রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা এই দেশের জনগণের কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। যা পারেনি তা ভারতবাসীর ব্যর্থতা। স্বাধীনতা দিবসে জ্বলদর্চি'র সমস্ত পাঠককে জানাই আন্তরিক অভিনন্দন।
আজ বাংলাদেশের জাতীয় শোকদিবস। ১৯৭৫ সালে আজকের দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হন। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই দিনটি জাতীয় শোক দিবস রূপে পালিত হয়।
🍂
আজ, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য -এর জন্মদিন। মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী এই তরুণ কবি অসহায়-নিপীড়িত সর্বহারা মানুষের সুখ-দুঃখ, অবহেলিত মানুষের অধিকার নিয়ে কবিতায় সরব হয়েছিলেন। মিঠেকড়া, ছাড়পত্র ইত্যাদি তাঁর লেখা গ্রন্থ।
আজ,ভারতীয় বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষের জন্মদিন। ইনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কংগ্রেসের চরমপন্থী দলের নেতৃত্বে থাকাকালে বঙ্গভঙ্গ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আজ, সাহিত্য সমালোচক হরপ্রসাদ মিত্রের জন্মদিন। কবি হিসাবে একসময় জনপ্রিয় এই লেখক, সত্যেন্দ্র নাথ দত্তের কবিতা ও কাব্যরূপ, বাংলা কাব্যে প্রাক রবীন্দ্র ইত্যাদি সমালোচনা গ্রন্থ লেখেন।
আজ, সৈয়দ ওয়ালিউল্লাহের জন্মদিন।কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও বিষয়, কাঠামো ও ভাষা-ভঙ্গিতে নতুন এক ঘরানার জন্ম দিয়েছেন।
আজ, স্কটিশ ঔপন্যাসিক ওয়াল্টার স্কটের জন্মদিন। মূলত ঐতিহাসিক ঔপন্যাসিক। Ivanhoe,The Lady Of The Lakeইত্যাদি তাঁর লেখা গ্রন্থ।
আজ, ইংরেজ লেখক টমাস ডি কুইন্সির জন্মদিন। Confessions of an English Opium-Eater নামে গ্রন্থের জন্য তাঁর জনপ্রিয়তা।
আজ, প্রাবন্ধিক বিজনবিহারী ভট্টাচার্যের জন্মদিন। রবীন্দ্র - চরিত,বঙ্গভাষা ও বঙ্গসংস্কৃতি ইত্যাদি গ্রন্থ রচনা করেন।
মনীষী উবাচ :
0 Comments