জ্বলদর্চি

ভাস্করব্রত পতি

ভাস্করব্রত পতি

ভাস্করব্রত পতি। জন্ম : ১৯৭৭।
সম্পাদক : 'পুণ্যিপুকুর'। পেশা : শিক্ষকতা।
প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৮৯ সালে 'গণশক্তি' কাগজের 'নতুন পাতা'য়। পরে কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ অজস্র লিটল ম্যাগাজিনে লিখেছেন। ২০০২-২০১৮ পর্যন্ত সাংবাদিকতা করেছেন 'গণশক্তি' পত্রিকায়। বর্তমান, দৈনিক 'যুগশঙ্খ' কাগজে সাংবাদিকতার সাথে যুক্ত। 

 সম্পাদনা করেছেন 'বিদ্যাবোধি', 'ইগলু', 'কলমচি' ও 'কচিপাতা' ম্যাগাজিন। 
জানুয়ারি ২০১১ তে 'পুণ্যিপুকুর' পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। মেলা উৎসব ব্রত পার্বণ পূজা পরব বিষয়ক এই পত্রিকার চড়ক, রাবণ, পুণ্যিপুকুর ব্রত, ঘুড়ি সংখ্যা প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সংখ্যার বিষয় : জিলিপি। 
২০০৯ সালের ৮ ই এপ্রিল প্রথম বই 'হটেশ্বরের গাজন' প্রকাশিত হয়। এরপর 'মেদিনীপুরের লোকশিল্প' (৬ ই ডিসেম্বর ২০০৯), 'ছোটদের সাধারণ জ্ঞান' (মার্চ ২০১০), 'মেদিনীপুরের হাপুগান' (১২ ডিসেম্বর ২০১০), 'ময়নাগড়ের রাসমেলা' (৪ জানুয়ারি ২০১৩), 'চড়াম চড়াম' (অক্টোবর ২০১৬), 'লৌকিক মেদিনীপুর' (মে ২০১৯), 'পাথরার পাঠান' (৬ ডিসেম্বর ২০২১), 'ফোবিয়ার দুনিয়ায়' (১৯ ফেব্রুয়ারি ২০২২), 'ঐতিহ্যের গয়নাবড়ি' (জানুয়ারি ২০২৩), 'খেজুরে আলাপ' (জানুয়ারি ২০২৪), 'বাংলার মাদুর' (জানুয়ারি ২০২৪), 'মেদিনীপুরের দেওয়ালি পুতুল' (জানুয়ারি ২০২৫), 'বিষানশিল্প' (জানুয়ারি ২০২৫), 'বাংলার ঘাস পাতা ফুল ফল' প্রথম খণ্ড (জানুয়ারি ২০২৫), আকাশচারিণী সুনীতা' (৫ এপ্রিল ২০২৫) প্রকাশিত হয়েছে। আরও বেশ কিছু বই প্রকাশের অপেক্ষায়। 
মেদিনীপুর কলেজ থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে স্নাতকের পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ে এম.এ পাশ করেন। এর সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা, পরিবেশবিদ্যা, বাংলা, এডুকেশন, মহাত্মা গান্ধী অ্যাণ্ড পিস স্টাডিজ, এম এস ডাবলু নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। ২০০৪ থেকে স্কুল শিক্ষক। মূলতঃ আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখেছেন। 
ঠিকানা : সাহড়দা, দুমদান, পাঁশকুড়া, ৭২১১৫২, পূর্ব মেদিনীপুর
ফোন : ৯৪৭৪৬২২৮০৫

Post a Comment

0 Comments