প্রশ্ন
প্রতিদিন হত্যা করি নিজেকে
সমাপ্ত সমাজের অলিতে গলিতে
বেঁচে থাকার উপযুক্ত শর্ত খুঁজি
কেন থাকতে চাই? কেন থাকতে চাই না
প্রশ্নগুলো উলঙ্গ হয়ে উপহাস করে
কারণ তো একটাই ভালো যা তার যেমন মৃত্যু আছে
আর যা খারাপ মৃত্যু তো তারও আছে
তফাতখানি শিরদাঁড়ার
🍂
লগ্ন ভ্রষ্টা
আমার জন্মলগ্ন বারবেলায়
মা বুকে জড়িয়ে ছিলো নিবিড় আলিঙ্গনে
সমাজ নাম দিয়েছিলো লগ্নভ্রষ্টা
তেল হলুদের ভিন্ন স্বাদ হারিয়েছিল গোধূলির হাওয়ায়
রামধনু বিকেলে মনে মনে হেসেছিলাম
সূর্য লাল সিন্দুর ও লাল তবুও কপাল খালি
সমাজ পৃথিবী মানুষ প্রত্যেকে বিপরীত
হেঁটে যাওয়া গলিতে অনেক মৃত্যু হাত বাড়িয়ে ডাকে
নির্বাক দৃষ্টি খুঁজে নেয় মায়ের শূন্য বুক
নিশ্চিত পরম আশ্রয়
এখন বারবেলা ভুলে গেছি চাঁদের আলোতে
0 Comments