জ্বলদর্চি

ভবেশ মাহাত-র কবিতা


ভবেশ মাহাত-র কবিতা 


চুম্বন ফিতে পেতে চাই 

সমস্ত চুম্বন ফিরিয়ে দাও আমার যত পুরনো প্রেমিক
আমি আজ শিখে নিয়েছি কীভাবে ---
সমস্ত দুর্বলতা দিয়ে তোমার ছবি আঁকা যায়,
একটা বক্ররেখা দিয়েও যে উচ্চতা মাপা যায়
তা আমি শিখে নিয়েছি কোনো এক দুর্বল মুহূর্তে, 
আমার সমস্ত যন্ত্রণা জমা থাক পুরোনো আবেগের কাছে।
কোনো এক ভিনগ্রহে দেখা হলে প্রকাশ্য সমাবেশে
তোমাদের মিছিলে আমি আর পা মেলাবো না, 
কারণ আমি জেনে গেছি দুটো পায়ের মাঝখানে
এক আকাশ ফাঁক রাখা যায় না,
কেবলমাত্র তুমি আর আমির ব্যবধানে পৃথিবী তৈরি হয়। 
আর সেই পৃথিবী আমার হোক, 
যেখানে চুম্বন ফিরে পেতে চাইবে তুমিও।
🍂

সান্ত্বনা 

এই শহরেরও নেশা চেপেছে 
আত্মশ্লাঘা থেকে বেরিয়ে আসার,
নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়ে
বেশ কিছুদিন ধরে কয়েকজন যুবক 
আত্মবিশ্লেষণের পথে নেমেছে, 
মহাশূন্যের পথে ট্রাফিক জ্যাম নেই ভেবে
মেখে নিচ্ছে এক উঠোন রোদ্দুর
এ শহর মন খারাপের ভেন্টিলেশনে থেকে থেকে
বারান্দা ভুলে গেছে বহুকাল, 
যুবকদের উঠে দাঁড়ানো দেখে 
শহরের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে
স্বাভাবিক হচ্ছি আমরাও,
আমাদের বেঁচে থাকার এ এক পরম সান্ত্বনা।

Post a Comment

0 Comments