৬৯ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
এখানে প্রেমের মাঠেও যুদ্ধ-যুদ্ধ খেলা চলে-কেউ অর্থের আত্মম্ভরিতায় মাঠে অবতীর্ণ হয়, কেউ বাজি রাখে অস্ত্রের ঝনঝনানি, কেউ সুচতুর সংলাপে বাজিমাত করতে চায়, কেউ আসে আপাত নিরীহ মানুষটি সেজে, কেউ আবার হাতিয়ার করে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যকে। প্রেমের মাঠে এরা কেউ দীর্ঘস্থায়ী জয় পায় না, সাময়িক জয়লাভ করে একসময় হারিয়ে যায়। এর বাইরেও কিছুজন প্রেমের মাঠে নামে শুধুমাত্র ভালোবাসাকে সম্বল করে, এদের প্রেম মেপেজুপে চলে না, হিসেব-নিকেশের খচখচানি এদের নিজস্বতার বাইরে, এদের কাছে হৃদয়ের মূল্য অনেক বেশি, মনোভূমিকে বাঁচিয়ে রাখতেই এরা অকৃপণ হয়, লোভহীন হয় সম্পূর্ন চাওয়া-পাওয়া; এরা বেঁচে থাকে চিরকাল, কালের কষ্টিপাথরে খোদাই হয় এদের নাম, প্রেম যে শাশ্বত-চিরসুন্দর হয় - বলাই বাহুল্য এদের নি:স্বার্থ পরিষেবার জন্যই।
তোমার প্রেমের স্বাদ পেলে ভালোলাগাটাই অন্য খাতে বয়ে চলে, এক আনন্দঘন জগতে এগিয়ে যায় জীবন। তোমার প্রেমে মিশে আছে এক অপরূপ মাধুর্য, অলৌকিক শিল্প-সুষমা, এক অমোঘ আকর্ষণ, সেই আকর্ষণে জাগ্রত হয় এক নান্দনিক চেতনা, এক শুভবোধ এসে আমাকে আলোকিত করে। তোমার প্রেমের দীপ্তশিখায় আমি উদভাসিত হই, আমি খুঁজে পাই পাখির নীড়ের মতো এক সুন্দর আশ্রয়, আমাকে ভয়হীন করে, আমাকে বর্ণময় করে, আমি এগিয়ে যাবার
প্রেরণা পাই, বেঁচে থাকার মন্ত্র পাই। তোমার প্রেমের স্বাদ আমাকে অনেক গর্বে গর্বিত করেছে, অনেক মহিমায় মহিমান্বিত করেছে।
কতদিন পাওয়া হয়নি তোমার আঁচলের গন্ধ, কতদিন পান করিনি তোমার বুকের সুধা, তোমার যে মধুর স্পর্শখানি আমাকে উদ্দীপ্ত করে, আমাকে আলোর মত উদবেলিত করে-কতদিন পাওয়া হয়নি সেই রমণীয় স্পর্শ, কতদিন পাওয়া হয়নি তোমার হৃদয়ের উত্তাপ-আমার কাঙাল মন কেবলই তোমার বিহনে হাহাকার করতে থাকে। অথচ আগের মতোই তুমি আসো রোজ, দূর থেকে একটুখানি তাকাও, হয়তো একটুখানি মুচকি হাসো-কিন্তু তেমন আপন করে তোমাকে আর পাওয়া হয়ে উঠে না-যেন হঠাত্-ই একটা নদী সৃষ্টি হয়ে গেছে তোমার আমার মাঝে এক কূলে দাঁড়িয়ে আমি আর অন্য কূলে তুমি কবে গড়া হবে এই নদীর বুকে একটা ভালোবাসার সেতু-যা তোমাকে আমাকে আগের মতোই আবার কাছে এনে দেবে।
তোমার রাঙানো সিঁথির ঔজ্জ্বল্য দেখে মনে হল আর সূর্যের কিবা প্রয়োজন, এই তো একটা আস্ত সূর্য আমার সামনে হাসছে, তার অপরূপ দ্যুতি ছড়িয়ে পড়ছে চারপাশে, আমিও তার কিরণে আলোকিত হচ্ছি, চমকিত হচ্ছি।
তোমার রাঙানো সিঁথির ঔজ্জ্বল্য শুধু আমার দুচোখকেই রাঙালোনা, আমার হৃদয়কেও রাঙিয়ে দিল দারুণভাবে, অপার মুগ্ধতায় তাই তোমাকেই দেখছিলাম, মনে হল তুমি তো শুধু সূর্য নও, তুমি আমার ভালোবাসার সেই লুকানো ধন, যাকে ঘিরে আমার কেবলই প্রত্যাশা, কেবলই স্বপ্ন দেখা, যাকে নিয়ে সবসময় ভাবা যায়, নিত্য অন্তরে ছবি আঁকা যায়, যাকে জনমভরের জন্য সাথি করে নেওয়া যায়। তোমার প্রেমে ঋদ্ধ হব বলে বসে থাকি সারাক্ষণ এক বুক আশা নিয়ে, মনের মধ্যে দুর্বার স্বপ্ন এঁকে চলি, অনন্ত পিপাসা নিয়ে তোমার মূর্তি গড়ি দুরন্ত ভালোবাসায়। তুমি আসবে – তোমার রাঙামেঘ আঁকা শাড়ির আঁচলতলেমুখ রাখবো আমি, তোমার আঁখিপল্লবে খেলে যাবে অযুত খুশির ঢেউ-পৃথিবীর সব আনন্দ এসে ছুঁয়ে যাবে আমাকে- আমি সুস্নাত হব সেই অমলিন আনন্দ ঝর্ণায়।
তোমার সঙ্গে রাগ, সে তো আমার ভাবের অনুরাগ। তোমার সঙ্গে আড়ি, সে তো আমার প্রেমের বাড়াবাড়ি। তোমার সঙ্গে মান, সে তো আমার উদবেলিত প্রাণ। তোমার সঙ্গে কথা, সে তো আমার হৃদয় আকুলতা। তোমার সঙ্গে ভাসা, সে তো আমার তীব্র ভালোবাসা।
🍂
69th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Here, even in the field of love, the battle-war game is played. Jhanjhanani, someone wants to bet in a clever dialogue, someone comes pretending to be a seemingly innocent man, someone again uses only physical beauty as a tool. In the field of love, none of them get a lasting victory, they get a temporary victory and get lost once. Apart from this, some people only include love in the field of love, their love does not go to Mapzup, the squabbling of reckoning is beyond their own, the value of heart is too much for them, they are greedy to keep the mood alive, they are completely greedy; They live forever, their names are engraved on the stone of time, the love that is eternally beautiful - needless to say, for their selfless service.
When you get a taste of love, love flows in another field, life moves forward in a happy world. There is a wonderful sweetness in your love, a miraculous art-balance, an unmistakable attraction, an aesthetic consciousness is awakened in that attraction, a good feeling comes and enlightens me. I am enlightened by the radiance of your love, I am
I find a beautiful shelter like a bird's nest, it makes me fearless, it makes me colorful, I move forward
I get inspiration, I get the mantra of survival. The taste of your love has made me very proud, glorified in many ways.
How long have I not found the scent of your region, How long have I not drunk the sweetness of your bosom, The sweet touch of yours that excites me, Blows me like light. How long has not found that beautiful touch, How long has not found the warmth of your heart-My wretched mind can only weep without you Stays. But you come every day like before, look a little from a distance, maybe smile a little - but you are no longer found by yourself - as if suddenly a river has been created between you standing on one bank between me and you on the other bank. There will be a bridge of love in the heart of this river - which will bring you back to me as before.
Seeing the radiance of your painted sinthi and what the sun needs, this is a whole sun smiling in front of me, its magnificent radiance is spreading all around, I am also being illuminated by its rays, I am shining.
The radiance of your painted sinthi not only reddened my eyes, it also colored my heart wonderfully, so I was looking at you with infinite fascination, it seemed that you are not just the sun, you are the hidden treasure of my love around which I only hope, only dream, always think of Yes, you can always draw a picture in your heart, which can be taken as a partner for the masses. I sit in a book all the time to be rich in your love
With hope, let us draw a fierce dream in our minds, with eternal thirst, build your idol with fierce love. You will come - I will put my face under the sari of your red cloud-painted sari, a thousand happy waves will play in your eyes - all the joys of the world will come and touch me - I will be immersed in that immortal fountain of joy.
0 Comments