উপলক্ষ শিক্ষক দিবস
প্রসূন কাঞ্জিলাল
On this auspicious occasion of Teachers' Day, I humbly express my deepest respect for our entire teaching community. Our teachers are our --friend, philosopher and guide, pillars of our inspiration and strength.
Apart from our parents, they are the only one before whom we bow our heads in respect.
My heartiest greetings to all the teachers, students and non-teaching staff on this very special day.
Happy Teachers' Day
কল্পনা জ্ঞানের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ।
.....আইনস্টাইন।
শিক্ষকরাই পারেন আমাদের কল্পনার জগতকে সমৃদ্ধ করে জ্ঞান,বোধ, প্রয়োগ,দক্ষতা, সংশ্লেষণ, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে।
আজ শিক্ষক দিবস এবং আমার মতে, শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যাঁরা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন।
শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি, তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা।
এনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ নির্দেশনা, শৃঙ্খলা এবং স্নেহ-ভালোবাসা এই সবকিছুই পাওয়া যায়। একজন সফল মানুষের পিছনে শিক্ষক যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা নতুন করে বলার কিছু নেই। একজন শিক্ষক তিনি যে শিক্ষার্থীকে শেখাবেন শুধু তাই নয়, তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, তিনি সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সফলই নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী তথা নাগরিক হওয়া শেখাবেন।
সে কারণেই আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন ৫ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় । তিনি আজ থেকে প্রায় ১৩৭ বছর পূর্বে ১৮৮৮ খ্রিস্টাব্দে আজকের দিনে চেন্নাই শহর থেকে ৪০ মাইল দূরে তিরুট্টনি গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ কৃতিত্বও অর্জন করেন এবং তিনি সদা সর্বদা স্বদেশ প্রেমের প্রতি জাগ্রত ছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।
🍂
রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ বন্ধু ও ছাত্রছাত্রীরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে ওই দিন যদি সমগ্র শিক্ষকগণকে সম্মান প্রদর্শন করতে শিক্ষক দিবস উদযাপিত হয় তাহলে আমি বিশেষ ভাবে অনুগ্রহ লাভ করবো। ১৯৬২ সালের সেই দিন থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তাই এই উন্নয়নশীল ভারতবাসীর ছাত্রছাত্রীগণের প্রয়োজন উন্নত মানের শিক্ষা, সংস্কৃতি ও সম্মানের সহিত শিক্ষকগণকে সদা-সর্বদা শ্রদ্ধা নিবেদন করা। সবশেষে আমার শ্রদ্ধেয় শিক্ষক - শিক্ষিকাগণ, সহপাঠীবৃন্দ ও শিক্ষার সাথে জড়িত সকল সভ্যগণকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানাই ও প্রত্যেক শিক্ষাব্রতী কে আমার প্রণাম।
As Swami Vivekananda said :- The only true teacher is he who can immediately come down to the level of the student, and transfer his soul to the student's soul and see through the student's eyes and hear through His ears and understand through his mind. Such a teacher can really teach and none else.
--- Complete works of Swami Vivekananda, Vol. IV, Page 183.
শিক্ষক হলেন জাতির মেরুদন্ড। তাই আজ শিক্ষক দিবসে সকল স্তরের শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে কয়েকটি বিখ্যাত বাণী ও উক্তি উপস্থাপন করা হল -----
১.”সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।“- সর্বপল্লী রাধাকৃষ্ণণ
২.”একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। ” – হেনরি এডামস
৩.”মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। ” – উইলয়াম আর্থার ওয়ার্ড
৪.’শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। তিনি নৌকাটি চালিয়ে যান, কিন্তু চালিকাশক্তির উৎস হল শিক্ষার্থী।‘ - জন ডিউই
৫.”আমাদের মনে রাখতে হবে: একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।” – মালালা ইউসুফ
৬.”যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক।”
-এ. পি. জে. আবদুল কালাম
৭.”শিক্ষকগণ, আমি বিশ্বাস করি, সমাজের সর্বাধিক দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ সদস্য হলেন আপনারা। কারণ আপনাদের পেশাদার প্রচেষ্টা পৃথিবীর ভাগ্যকে প্রভাবিত করে।“
৮.”একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।“-
এ. পি. জে. আবদুল কালাম
৯.”একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি।“- এ. পি. জে. আবদুল কালাম
১০.”সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প।“ - আলবার্ট আইনস্টাইন
১১.”একজন শিক্ষার্থীর মা হলেন তার প্রথম শিক্ষক, আর একজন শিক্ষক হচ্ছেন তার দ্বিতীয় মা। “
১২.”আমি বরাবরই অনুভব করেছি যে শিক্ষার্থীর জন্য সত্য পাঠ্যপুস্তকই তাঁর শিক্ষক ” – মহাত্মা গান্ধী
১৩.”ভাল শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে থেকে কীভাবে সেরাটা বের করে আনতে হয় তা জানেন।“- চার্লস কুরাল্ট
১৪.”যে শিক্ষক প্রকৃতপক্ষে জ্ঞানী তিনি আপনাকে তার জ্ঞানের ঘরে প্রবেশ করার জন্য অনুরোধ করেন না বরং আপনাকে আপনার মনের দ্বারপ্রান্তে নিয়ে যায়।” – খলিল জিবরান
১৫.”যদি তুমি জীবনে সাফল্য অর্জন করে থাকো তাহলে মনেরাখবে তোমার পাশে একজন শিক্ষক ছিলো যে তোমাকে সাহায্য করেছিলো।“
- বারাক ওবামা।
0 Comments