প্রেমকাব্য
৬৮ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি
আমার মনের বাগানে আজ যে এত কবিতার ফুল ফুটছে সে তুমি আমার পাশে আছো বলেই, তোমার অমলিন ভালোবাসা আমাকে ছুঁয়ে যাচ্ছে বলেই-তোমার প্রেম আমাকে ছায়ার মতো ঘিরে ঘিরে রেখেছে-আমার কাব্যশাখা তাই নিত্য নতুন নব কিশলয়ের হাসি নিয়ে পল্লবিত হচ্ছে। যেদিন তুমি থাকবে না কাছে-অবহেলা ভরে কোনো কারণে দূরে চলে যাও জানিনা সেদিন আমার বাগানে ফুল ফুটবে কিনা-তবে আমি যে কঠিন আগুনে পুড়ে মরব-এটা ঠিক, এটাও নিশ্চিত তোমার অরূপ মূর্তিখানি আমাকে রীতিমতো পাগল বানিয়ে ছাড়বে এর মধ্যেও কোনো মিথ্যা থাকবে না। তাই আমি চাই আরো অনেক কবিতার ফুল ফুটুক তোমার নিরাপদ আশ্রয়ে, আমাকে আশ্রয়হীন করো না তুমি।
সর্বক্ষণ তোমার কোমল দুটি ঠোঁটে নব কিশলয়ের হাসি খেলে-আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সর্বক্ষণ তোমার কাজল কালো ডাগর দুটি চোখের তারায় ঘন নীল সমুদ্রের ঢেউ উথাল- পাথাল করে-আমি যত দেখি ততই হারিয়ে যাই। সর্বক্ষণ তোমার সারা অঙ্গজুড়ে কখনো সোনা রোদের আলো, কখনো চাঁদের অপরূপ স্নিগ্ধতা ঝলমল করতে থাকে-আমি যত দেখি ততই আমার হৃদয় উদবেল হয়, আমি বিহ্বল হয়ে পড়ি, মনে হয় পৃথিবীর সব সেরা সৌন্দর্যকে আমি অবলোকন করছি। সর্বক্ষণ তোমার শরীর থেকে ফুলের মতো এক সুগন্ধ ছড়িয়ে পড়ে-আমি যত তোমার কাছাকাছি হই-সেই সুরভি সুবাসে আমি ততই মাতাল হয়ে পড়ি-আবিষ্ট হয়ে পড়ি, আমার ভুবনে তোমার অস্তিত্ব ছাড়া আর কিছু অনুভব করতে পারি না।
বয়ে চলা নদীর মতো তুমি সততপ্রবহমান আমার মনের কন্দরে, আমার বুকের চর ভিজিয়ে কেবলই শুনিয়ে যাও ভালোবাসার গান। আমার কান্নার মুহূর্তগুলি, আমার ব্যথার ক্ষণগুলিও নিটোল আনন্দময় হয়ে উঠে তোমার সে অলৌকিক
মায়ায়। তুমি ছুঁয়ে যাও বলে আমার চলার গতি কখনো থামে না, গানের সুর বেসুরো হয় না – সুললিত ছন্দে এগিয়ে যেতে থাকি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। তোমার অমলিন স্পর্শসুধা পাই বলে আমার হৃদয় জমিনে নিত্য ফোটে কবিতার ফুল, তার সে অপরূপ গন্ধে, বর্ণময় শোভায় আমি বেঁধে ফেলি আমার ভালোবাসার ঘর।
তোমার হৃদয়ের ঘাটে ফেলেছি আমার ভালোবাসার নোঙর, সাথে করে এনেছি আমার যত প্রেম, যত রঙ-রস-মাধুর্য – সব তোমায় উপহার দেব বলে। জানি তুমিও বসে আছো আমার জন্যে, প্রতিটা প্রহর গুণেছ আমার আসার
প্রতীক্ষায়। সেই কবে থেকে আসবো আসবো করেছি তোমার কাছে, কতদিনের স্বপ্ন তোমার একটুখানি পরশ পাবার। সব বাধা ঠেলে আজ আমি তোমার দ্বারে। বন্ধু, তুমি হাত বাড়াও, টেনে নাও তোমার বুকের মাঝে – তোমাকে পেয়ে সার্থক করি আমার স্বপ্ন, আমার সব ইছে পূরণ হোক তোমারই নিবিড় উষ্ণতায়। তোমার ছোঁয়ায়আমার অন্তরে জ্বলুক শত জনমের আলো।
পথ যখন আছে তখন পথে নামতেই হবে আর এগিয়েও যেতে হবে তোমাকে। তবে এই পথ চলা কেমন হবে, কিভাবে এগিয়ে যাবে সেই দিক-নির্দেশ অন্যে কেউ দেবে না, অভিমুখ নির্বাচন করতে হবে তোমাকেই। এরজন্য সবার আগে নিজেকে জানতে হবে, নিজের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত থাকতে হবে, গভীর অনুধ্যানের মাধ্যমে নিজেকে সেইমতো তৈরি করতে হবে, যা তোমার পাওয়ার নয় সেই আকাঙ্ক্ষা কঠিন হৃদয় হয়েও বর্জন করতে হবে। তাহলেই দেখবে যে সুখ তুমি চাইছো, যে আনন্দের সন্ধান তুমি করছো একদিন না একদিন এসে সেই সুখ তোমাকে ধরা দিয়ে যাবেই।
🍂
68th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
There are so many poems blooming in the garden of my mind today because you are by my side, because your unconditional love is touching me - your love surrounds me like a shadow - so my poetry branch is always overflowing with new smiles. I don't know if my garden will bloom on the day you don't live near me - go away for no reason - but I'll die in that fire - that's right, that's it too
Surely your ugly idol will drive me crazy, there will be no lies in it. So I want many more poems to bloom in your safe shelter, don't make me homeless.
All the time your soft lips play with the smile of the new Kislay - I am fascinated as much as I see. All the time your kajal black spot is the star of the two eyes, the waves of the thick blue sea are rippling - they are lost as much as I see. All the time your whole body is glistening with the light of the golden sun, sometimes the wonderful softness of the moon-the more I see it, the more my heart swells, the more I am bewildered, the more I seem to be observing all the beauty of the world. All the time a fragrance like a flower spreads from your body-as close as I am to you
I am so intoxicated by that fragrant fragrance that I cannot feel anything but your existence in my world.
Like a flowing river, you are constantly flowing in the depths of my mind, just soak the char of my chest and listen to the song of love. The moments of my crying, the moments of my pain also became pure joy. That miracle of yours.
In Maya. I never stop moving because you touch me, the melody of the song never goes out of tune - I keep moving towards my desired goal in a harmonious rhythm. The flower of poetry is always blooming in the ground of my heart because I get your unfailing touch.
I have anchored my love in your heart, I have brought with me as much love, as much color-juice-sweetness - all as a gift to you. I know you are also sitting for me, you counted every hour of my arrival
Waiting. Since when have I come to you, how long have you been dreaming of getting a little kiss. Pushing all obstacles, today I am at your door. Friend, you raise your hand, pull it between your chest - I find you and make my dream come true, may all my wishes be fulfilled in your intense warmth. May the light of a hundred generations shine in my heart at your touch.
When there is a path, you have to get on the path and go ahead. However, no one else will give you directions on how to proceed, how to proceed, you have to choose the direction. For this, first of all you have to know yourself, you have to be aware of your limitations, you have to make yourself like that through deep meditation, you have to get rid of the desire that you do not have, even if it is a hard heart. Then you will see that the happiness you want, the happiness you are looking for will come one day or the other and that happiness will catch you.
0 Comments