জ্বলদর্চি

শর্মিষ্ঠা বসু তরফদার-এর কবিতা

শর্মিষ্ঠা বসু তরফদার-এর কবিতা 


দুঃখ


হয়তো তুমি দুঃখ ভালোবাসো।
 প্রতিদিন তাই একটু একটু করে জমাতে থাকো -
নতুন, পুরাতন অজস্র সব দুঃখ।
 সুখ, আনন্দ আর ভালোলাগা থেকে একটা একটা করে বেছে নাও দুঃখকে।
 দুঃখ নিয়ে উৎসব করো, পার্বন করো।
দুঃখকে ছড়িয়ে দাও তোমার পেয়ারা গাছে, কবিতার খাতায় ।
তারপর তুলির আঁচড়ে ছোট বড় সব দুঃখকে
 আঁকতে বসো ক্যানভাসে।
 তোমার অনেক রঙের খরচ বাঁচে।
 কারণ দুঃখের রং শুধুই যে কালো।।

🍂

            
চলো আবার


চলো, নতুন করে স্বপ্ন দেখি দিন বদলের
 সব বিক্ষোভ মুছে ফেলে ফিরি কাজে।
 চলো, কংক্রিটের বুকে বসাই গাছের চারা ,
শহরটাকে সাজিয়ে তুলি ফুলের সাজে ।
চলো, দেওয়াল জুড়ে এঁকে ফেলি নতুন ছবি-
আঁকা দিয়ে বিজ্ঞাপনের মুখটা ঢাকি।
চলো, মনের কথা বুঝি আরো সময় নিয়ে,
হেরে যাওয়া মানুষগুলোর সঙ্গে থাকি।
চলো, পাশাপাশি সরে এসে হাতটা ধরি,
অবুঝ ব্যথায় তলিয়ে যাওয়ার একটু আগে।
 চলো আলোয় ভরাই গোপন কালো গর্তগুলো,
না যেনো চলতে পথে হোঁচট লাগে।
চলো আবার সবাই এক হয়ে যাই প্রাণের টানে,
চলো আবার সুরে সুর মিলে গাই ঐকতানে।।

  

Post a Comment

1 Comments

  1. কমলিকা ভট্টাচার্যOctober 11, 2025

    ঝরে পড়া শিউলি ফুলে লেগে থাকা সৌন্দর্য,সুবাসের মত কবিতা।ভালো লাগলো

    ReplyDelete