জ্বলদর্চি

শ্রীচেতা বন্দ্যোপাধ্যায়-এর কবিতা


শ্রীচেতা বন্দ্যোপাধ্যায়-এর কবিতা 


শ্রীচেতা বন্দ্যোপাধ্যায় 
জীবন চরিত

জীবন যখন পদ্মপাতায় জল।
দিন ফুরোলে
সন্ধে হলে
সাঙ্গ কথা অনর্গল।
জীবন যখন আকাশ ভালোবাসে,
খোঁজের ঘরে অসম্পাতে
বোধের দোরে হাতটি পাতে,
নোয়ায় মাথা কবিতার কাছে 
অবশেষে।

🍂


 বিষাদী নিষাদ 

হেরে যাওয়ার ছায়া ঘনিয়ে আসে
সন্ধে নামার মত।
বেড়িরা শব্দ তোলে আকাশ কাঁপিয়ে—
বেঁচে থাকা এরও এক নাম।
মাটির তো শেষ নেই!
ওই পারে, ওই কোণে তোমরা।
আর ওই দেখো
ওই জল ঘেরা মায়াপুরীতে
বাস আরোও কত মানুষ মানুষীর।
তোমাদের মৃত্যুমুখী জীবনের
গল্পের ভূমিকা তৈরি হচ্ছে,
বিভীষিকার আর এক অধ্যায়।
পাঠ পড়বে এক পৃথিবী জীব,
হয়তো বা তাও পড়া হবে না
বেড়িময় অন্য তরঙ্গ আঘাতে।
তোমাদের বাঁচামরা কেন
আমাদের রোমে শিহরণ তোলে?
অসহায় ইতিহাসনামা 
স্রোতে ভেসে যেতে না চাওয়া
মানুষের দল এভাবেই
নিভৃতে কাঁদে।
মানুষ আসলে বন্দী  হয়
অমানুষ ইচ্ছের ফাঁদে।

Post a Comment

0 Comments