জ্বলদর্চি

দুটি কবিতা/ অন্তরা ঘোষ

দুটি কবিতা 
অন্তরা ঘোষ


ক্ষতি আর ক্ষত

দরকষাকষি শুরু করেছে ওরা।
প্রশাসনিক কর্মকর্তাদের আহা কিংবা উঁহুতে, 
দগদগে ক্ষতগুলোর ব্যথা মরে না।
কত যেন দেবে,ক্ষতিপূরণ?
বয়সের অনুপাতে নাকি পেশাগত হিসেবে?

সারা শরীর জুড়ে আঁচড়ানো,কামড়ানোর ক্ষত নিয়ে,
বুঝে উঠতে পারছে না মেয়েটা?

খুবলে খাওয়া শরীরের 
ক্ষতিপূরণ হয়?
কিংবা ক্ষতপূরণ??

🍂


ভাঙার গান

হেমন্তমন খোঁজ রাখে না
শিউলি ঝরে পড়ে,
নিষেধ ভাঙা স্বপ্ন আমার
মিথ্যে বাসর গড়ে।

মনের ঘরে ঝড় উঠেছে
গোপন অভিমান,
জানবে না কেউ অসহ্য এই
হৃদয় ভাঙার গান।

বাষ্প জমে বুকের ভেতর
বিস্ফোরণের আগে,
অন্তরে আজ তবুও কেন
অমরাবতী জাগে?

Post a Comment

0 Comments