তনুশ্রী ভট্টাচার্য্য
রত্নভিক্ষুক
ভিক্ষুক হৃদয় পেতেছি বিনত।
ভূমণ্ডলে। মাধুকরী শেষে ফিরে যাব। অনন্তে। সব অহংকার লুপ্ত। পাহাড়ের ওপরে ধোঁয়ার কুণ্ডলী। গর্ভে আগুন। ভোর রাত্রে ঘর ছেড়ে উঠোনে দাঁড়িয়ে ভাবছি জীবন আসলে খোলা মুখ খনির মতো— ভেতরে গেলে আকরিক— তুলে এনে বর্জ্য নিষ্কাশন করলে রত্ন।
নিজেই নিজের কাছে ভিক্ষা চেয়ে নিই।
🍂
দ্বিভাষিক
ছিন্ন পাতারও গান আছে। যে শোনে সে বুঝতে পারে। অর্থহীন কথার ভেতরেও থাকে গভীর দ্যোতনা। দিন রাত্রির পৌনঃপুনিকতায় ভেসে আসে নবতরঙ্গের ছোঁয়া। আসতে দিই সচেতন ভাবে। রাত্রির পরিচয় কি কেবল রাত্রি?
2 Comments
"ভিক্ষুক হৃদয় পেতেছি বিনত।
ReplyDeleteভূমণ্ডলে। মাধুকরী শেষে ফিরে যাব। অনন্তে। সব অহংকার লুপ্ত। পাহাড়ের ওপরে ধোঁয়ার কুণ্ডলী। গর্ভে আগুন। ভোর রাত্রে ঘর ছেড়ে উঠোনে দাঁড়িয়ে ভাবছি জীবন আসলে খোলা মুখ খনির মতো— ভেতরে গেলে আকরিক— তুলে এনে বর্জ্য নিষ্কাশন করলে রত্ন।
নিজেই নিজের কাছে ভিক্ষা চেয়ে নিই।"
অপূর্ব লিখেছেন দিদি। - সালেহা খাতুন
দুটি কবিতাই চিন্তনে অনন্য
ReplyDelete