জ্বলদর্চি

দুটি কবিতা /মলয় সরকার

দুটি কবিতা 
মলয় সরকার


স্বপ্ন জমছে

স্বপ্ন জমছে স্বপ্ন জমছে
স্বপ্ন জমে পাহাড়-
তার উপরে প্রাসাদ গাছ ফুল
গাছে গাছে পাখীর গান-

পাহাড়ের তলায় অজান্তে অজ্ঞাতে
নির্মম বজ্রকীটের বাস-
কোন অসতর্ক মুহূর্তের অন্ধ সময়ে
জ্বলে ওঠে আগুন, 
নিমেষে পাহাড়ে নামে ধ্বস-
প্রাসাদে লাগে আগুন।
সব শেষ 
ভস্মের ছাই ওড়ে বাতাসে-

শুক্লা পূর্ণিমার চাঁদ ঢেকে যায় ঘন মেঘে -

🍂

বেলা যায়

বেলা যায়-
তাই চুপ বসে থাকি,
ঘরে এসে ভাবি, বড় বেশি কথা হয়ে যাচ্ছে
অনেক বলেছি, আর নয়-
এবার নিজের কথা নিজেকে বলি, নিজে শুনি,
চেষ্টা করি আত্মস্থ হতে,
বাইরের পোষাক খুলে ফেলি, 
নিজের হৃদয়টাকে হাতে ধরে বাইরে আনি-
নাড়ি-চাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখি,
তাতে কতটা ময়লা লেগে আছে আজও-
এবার তো পরিষ্কার করার সময় হল,
গুছিয়ে রাখতে হবে তুলে,
তারই চেষ্টা করি বরং–


Post a Comment

0 Comments