মায়া দে
একটা যুদ্ধ চাই
একটা যুদ্ধ চাই
নিতান্তই প্রয়োজন
ভয়ঙ্কর একক নিশ্চুপ
সহস্র নানান স্নায়ুযুদ্ধ
যখন তখন
চেতনায় অহরহ ছক কষে
বিশ্বাসে ঘা দিনে রাতে
ক্ষয়ে ক্ষয়ে
স্বপ্ন কবেই মারা গেছে
এ এক মোক্ষম সময়
আসুক যুদ্ধ
বিবেকের আঙিনায় - চৈতন্যসমরাস্ত্রে।
🍂
অবোধ
আকাশে দোল পূর্ণিমার চাঁদ।
শুকনো খড় কুটো লতা পাতা জ্বালিয়ে--
"বলো হরিবোল "সংকীর্তন
আগুনের লেলিহান শিখায় পুড়ছে অশুভশক্তি।
কি প্লাবন ! কি উল্লাস!
আগুন নিভলে ভেতর থেকে তছনছ করে খুঁজে বের করি গুঁজে রাখা আলু বেগুন
আসলে ,
সেই পোড়া আলু বেগুন
খুব সুস্বাদু। সবাই জানি।
এই তো সেদিন জানলাম -
পোড়া মানুষের মাংসও খুব সুস্বাদু হয়।
মানুষ গুলোকে বন্ধ রেখে জ্বালাও
যে শিশুটা তার মাকে জড়িয়ে ধরেছিলো নিরাপদ ভেবে
রেহাই পায় না সেও।
জ্বলছে চিতা।
কি উন্মত্ততা!
মাথার মধ্যে এ এক অ- বোধ পশুত্ব --
আগুন নিভলেই সে গন্ধ পায়।
পোড়া লাশ। আহা কতোই না সুস্বাদু
আকাশে তখন ঝলসানো পূর্নিমা চাঁদ।
1 Comments
ভালো লাগলো এই পংক্তিগুলি -
ReplyDelete"সহস্র নানান স্নায়ুযুদ্ধ
যখন তখন
চেতনায় অহরহ ছক কষে"