সালেহা খাতুন
বিবাহ
'যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব'
মন্ত্র পড়ে আমলকি আর মেহগনি
ঘর বেঁধেছে হালকা সবুজ গাঢ় সবুজে।
শিকড় থেকে রস টেনে নেয়
মাটির বুকের পাথর টেবিল জুড়ে।
দুদিন বাদে ঊর্ধ্ব পানে মুখ ফিরিয়ে
শাখায় শাখায় ব্যবধানের গান রচে যায়,
আকার কিংবা দণ্ডমাত্রিক স্বরলিপি মেনে।
ব্যালকনিতে মুখ বাড়িয়ে কৌতূহলী চোখ
মেহগনির মঞ্চ থেকে নাটক দেখে রোজ।
আমলকি তাই কাঁপতে থাকে দুরুদুরু বক্ষে
মেহগনির প্রলয় শুরু পাবে না আর রক্ষে।
🍂
স্বাধীনতাহীনতা
উঠতে বসতে নির্দেশনা,আহা কী সুখ!
মধুর স্বর আসছে ভেসে
'এবার বলবেন মাননীয় শ্রীযুক্ত কিংশুক...'
বাছাই করা বিশেষণে ধাঁধিয়ে চারিধার,
মন্ত্রমুগ্ধ শ্রোতার মাঝে গাঁথছে কথার হার;
এমন সময় হঠাৎ করে মঞ্চ ছেড়ে এলেন উঠে
'আমপারা পড়া হামবড়া' একজন ...
"আমায় তুমি ছাড়িয়ে যাবে আস্পর্দা ভীষণ !"
কানের সঙ্গে কানাকানি
মঞ্চ মাঝে নিত্যদিনই চলে
সঞ্চালিকার দাম নেই কি তবে?
দমের পুতুল দমেই বুঝি চলে?
দুঃখ ভারী, রাগও হলো কান্নাকাটি খানিক
0 Comments