জ্বলদর্চি

৮ ডিসেম্বর ২০২০

Today is the 8th December, 2020
আজকের দিন 
বাংলায় --২২ অগ্রহায়ণ মঙ্গলবার ১৪২৭

১৯৩০ সালে আজকের দিনে রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে বিনয়- বাদল- দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার সিম্পসনকে হত্যা করে। পুলিশের হাতে ধরা দিতে চাননি, তাই বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে ওইদিনই মৃত্যুর কোলে আশ্রয়  নেন।

আজ, ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী উদয়শঙ্করের জন্মদিন। তাঁর পুরো নাম উদয় শঙ্কর চৌধুরী। তিনি ভারতে আধুনিক নৃত্যের একজন অগ্রগামী ছিলেন।তিনি ভারতীয়  নৃত্যশৈলীকে সঙ্গীত ও নাটকের সমমর্যাদায় উন্নীত করেন। 'কল্পনা’ নামে একটি ব্যালে চলচ্চিত্রও নির্মাণ করেন। যাতে তিনি এবং তাঁর স্ত্রী অমলাশঙ্কর প্রধান চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাতে উদয়শঙ্করের নৃত্যের উৎকর্ষ, তাঁর ব্যালে, তাঁর শৈল্পিক ও সাংস্কৃতিক প্রতিভার প্রতিফলন ঘটেছে।
আজ, বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জন্মদিন। তাঁর প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার। তিনি দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। প্রথমবার 'মৌসম' চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার 'আবার অরণ্যে' চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।

আজ, স্বনামখ্যাত ব্রিটিশ দার্শনিক ও চিন্তাবিদ হার্বাট স্পেন্সারের প্রয়াণ দিবস। ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ। দৃষ্টবাদী দর্শন ধারার অন্যতম বাহক। তিনিও প্রাকৃতিক বিজ্ঞানের প্রেক্ষিতে রাষ্ট্র, সমাজ, সরকার এবং রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক  করেন।
আজ, ভারতীয় অভিনেতা ধর্মেন্দ্রর জন্মদিন। ধরম সিং দেওল বলিউডে ধর্মেন্দ্র নামে পরিচিত। ১৯৬০ সালের চলচ্চিত্র দিল ভি তেরা হাম ভি তেরে ছিলো তাঁর  অভিনীত প্রথম চলচ্চিত্র। ১৯৭৫ সাল পর্যন্ত তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ছিলো। সীতা ঔর গীতা, শোলে, সত্যকাম, মা, চরস ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য ছবি।জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।

আজ, জার্মান গণিতবিদ হেরমান ভাইলের প্রয়াণ দিবস। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও সংখ্যাতত্ত্বে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ অ্যাডভান্স্‌ড স্টাডিজ-এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।


মনীষী উবাচ :
এমন সব দুর্যোগ আছে যাকে আটকে রাখার চেয়ে ছেড়ে রাখাই নিরাপদ। (রবীন্দ্রনাথ ঠাকুর)

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 

Post a Comment

0 Comments