জ্বলদর্চি

সিদ্ধার্থ সাঁতরা


সি দ্ধা র্থ  সাঁ ত রা 


কন্ট্রোল-ই এক আরব্য দুপুর 

রাত ছাপিয়ে অন্ধকার দুপুর দেখি 
রেলগাড়ির নিঃশব্দতা
চোখের ভেতর তার মৌচাক গড়া 
বিশ্বাস সহস্র হুল কেবলি কথার কথা l
পৃথিবী জয়ের লোভ একঘেয়ে বড়ো 
শর্ত বাড়িয়ে যায় বিকল্প দুপুর 
তুমি, আমি আর সে 
চৌঠা নভেম্বর ওই গগনচুম্বী ফ্ল্যাটে 
বন্ধ ঘর জানালায় পর্দা টেনে 
স্বাদ নেয় অসুখী আখরোট শরীর 
হাই তোলে আরব্য দুপুর 
মদের বোতল গেল হেঁটে হেঁটে 

যেন বাংলা সিরিয়াল কোনো 
চোখের মাত্রাবোধ খুব গাঢ় 
সিঁড়িকে বলছিনা আমি, উঠে এসো 
বরং ভুলতে চাওয়াই এখন ভালো...


ঝুমি নদী 

অন্যমনে একা হেঁটে ঝুমি নদীটির সবুজ পাড়ে 
জ্যোৎস্নাগন্ধ স্বপ্নগুলি চলে গেছে আমায় ছেড়ে l
লোককথা, জলজ শরীর, সর্বাঙ্গে জ্বলছে জোনাকি 
জনশ্রুতির গল্পগাথায় এখন জেনো খুব মজেছি.. 

এ সময় 

রাত্রি গাঢ় হয়ে এলে খেই হারায় ভোর 
নিভৃত নির্জনে জ্বলে ওঠে চিতা বুকের ভেতর 
আগুনের ফুলকির মতো ওড়ে হিংস্র ভাবনাগুলি 
টানা-পোড়েনের এসময় মনের দখল নেয় ধর্মের দলাদলি..


পশ্চিম বোধহয় বাংলা হবে 

এখন একা থাকতে বাধ্য জীবন 
এত চালাকি চারপাশে 
দমবন্ধ মন নির্জনতা খোঁজে l
পরিবর্তন এখন ইউরোপে 
জেনেও বোঝেনা কেউ 
হতাশায় ডোবে মন, এবার তাহলে 
পশ্চিম বোধহয় বাংলা হবে... 

দিনশেষে একফালি চাঁদ 
বাক- স্বাধীনতাহীন জীবন যাপন 
এ যেন মৃত্যু, অবসাদ নিজের ভেতর 
তবুও দেখি, অনায়াস অতীত কেমন 
ছেলেবেলা হয়ে দাঁড়িয়ে আছে নির্জীব ছবির ফ্রেমে  !

 দিনলিপি 

এক. 

চেনা জায়গাটা নিমেষে অচেনা হয়ে গেল 
খেয়ালই করিনি টুকরো টুকরো অন্ধকার 
ছড়িয়ে-বিছিয়ে অজানা বিষয় -আসয় 
উদাসী জঙ্গলে আজ শব্দের উৎসব... 

 দুই. 

যতই ভালোবেসে কাছে টানো তুমি 
আকাশই পছন্দ, ঘুড়ি হয়ে উড়ি 
দূর হতে আরও দূরে, ভো-কাট্টা 
ভেসে যেতে যেতে ফেরার পথ হারাই।

--------

Post a Comment

4 Comments

  1. প্রথম কবিতার নাম বেশ আকর্ষণীয়। কিছু শব্দ‌ও মনে রাখার মতো। 'বিশ্বাস সহস্র হুল কেবলি কথার কথা' বাস্তবকে মনে করিয়ে দেয়। 'পশ্চিম বোধহয় বাংলা হবে' কবিতায় কবির হতাশা বোধ লক্ষ্য করা যায়। তবে সার্বিক ভাবে বেশ ভালো কবিতা। আরো আশায় থাকলাম।

    ReplyDelete
  2. জলদর্চি ব্লগ নতুন আঙ্গিক কিন্তু সময়োপযোগী..বেশ ভালো লাগছে । সহজেই অনেকখানি ভালো লাগার নাগাল পেয়ে গেলাম বলে মনে হচ্ছে। ঋত্বিক ত্রিপাঠীকে প্রশংসা করি তার করা অনবদ্য অলংকরণ এবং ব্লগ বিষয়টি বাস্তবায়নের জন্য।

    ReplyDelete
  3. কন্ট্রোল-ই এক আরব্য দুপুর অসাধারণ, অন্য সব গুলিও সুন্দর। অলঙ্করণ ও অসাধার।

    ReplyDelete
  4. খুব ভালো লাগল ..

    ReplyDelete