জ্বলদর্চি

বেবী সাউ



বে বী  সা উ 


হেমন্ত

এসব গোধূলি আলো 
স্বজন হারানো লোভে একা 

পথেই পায়ের ছাপ তারপাশে লিখে রাখা ঘাতক আলোয় 
আঁকশি ফেরানো চোখে
ফেরা যায়! বলো! 


দেহ নেই! জন্ম নেই 
মাতৃহননের সুরে 

কাকেই বা প্রিয় ডাকি, কাকে যে দেবতা !

এসব গোধূলি আলো একা...

মহাভারত
 
এভাবে ফুরায় শব্দ।  এভাবে প্রতিটি হত্যা; যেন গল্পকথা;
                                          রহস্য আখ্যান 

ততক্ষণে ঘুরে গেছে শহরের ঘড়ি।  
কাঁটা নেই তার। মোড় নেই। 
                        অথচ রক্তাক্ত। 

শুনশান হেঁটে যাওয়া আছে 

যেভাবে ডিসেম্বরের রাত হেঁটেছিল জেরুজালেমের পরিত্যক্ত পথে... 

সামান্য দেশেই আজ সেই ছায়া বয়ে আনে 
উপোসী শকুন

একান্ন শরীরে ভাঙো


অসহায়তার গল্প ফেঁদে আর কতদিন বাগানে বাগানে ঘুরবো, বলো! 

আশ্চর্যতম নীল হাঙরের ছায়া ভাসছে নদীতে 
হেমন্ত দাঁড়িয়ে পড়েছে রাস্তায় 
জানলার ওপারে বাকল ছাড়ার শব্দ 

সহজভাবে সাজাতে পারো এ চিত্রকল্প
সমগ্রের করতলে 
এই শীতগুচ্ছ 
এই বরফের যাত্রাপথ 

যার কোনও পচনক্রিয়া নেই!


সূর্যমন্দির 

ফাটল ধরেছে এই পোড়া গায়।

নির্বাক জানলা ভেঙে তবু রোদ আসে 
গতজন্ম পড়ে থাকে; ফিসফিস ওঠে রক্ত 
চোখভর্তি মরুভূমি
দূরে সরে গেছে জল,মন 

জ্যোৎস্নার ক্ষেতে নুপূরের শব্দ শোনা যায় 
সেও বুঝি দেবদাসী...সমুদ্রও তাকেই ফেরায় 


দস্তানা

শিকার নিষিদ্ধ জেনে 
পোষা ঘোড়া ঘুরে যায় জ্যোৎস্নার বনে 

সাপের ছোবলে ভেসে যাওয়া সেই 
আজন্ম তরুণ হত্যাকারী 

অন্ধ মেয়েটির চোখে এঁকে দিচ্ছে 
জাদুর পৃথিবী
-------


Post a Comment

30 Comments

  1. হুঁ. . . বেশ।

    ReplyDelete
  2. ভালো লাগলো

    ReplyDelete
  3. তোর লেখা পাঁচটি কবিতাই খুব ভালো লাগল বেবি। কেমন আছি? অনেকদিন হলো তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই।

    ReplyDelete
    Replies
    1. ভালো আছি কাজলদা। কিন্তুএই অবস্থায় মনমেজাজ কিছুই ভালোলাগছেনা

      Delete
  4. পাঁচটি কবিতাই বেশ গভীর । সমকালের জন্য প্রাসঙ্গিক । মনকে নাড়া দিয়ে যায় ।

    ReplyDelete
  5. কি দারুণ লেখাগুলো , অপূর্ব !

    ReplyDelete
  6. জা তি স্ম রMay 26, 2020

    অসাধারণ প্রতিটি লেখা। মুগ্ধ হলাম

    ReplyDelete
  7. খুব সুন্দর কবিতাগুচ্ছ,,, ভালো থাকুন,,,

    ReplyDelete
    Replies
    1. আপনিও ভালোথাকবেন

      Delete
  8. সুন্দর,,,, নিশীথ ষড়ংগী,,,,

    ReplyDelete
  9. সমকালের গভীর প্রতিফলন। সুন্দর।

    ReplyDelete
  10. সুন্দর আর গভীর দ্যোতনার কিছু কবিতা পড়লাম। কবিকে অভিনন্দন জানাই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকে। সাবধানেথাকবে, সুস্থথাকবেন

      Delete
  11. ৫টি কবিতাই অপূর্ব। যেন চিত্রকলা।

    ReplyDelete
  12. অসাধারণ কবিতাগুলি পড়ে মন ভরে গেল। বারবার পড়েও আশ মেটে না। এইরকম কবিতাই চাই। জ্বলদর্চিকে ধন্যবাদ..

    ReplyDelete
  13. ভালো লেখা... কয়টা তো ভীষণরকম ভালো

    ReplyDelete
  14. বেবি অসম্ভব রকম সুন্দর তোমার প্রকাশ ভঙ্গি

    ReplyDelete
  15. পড়লাম।
    ভালো লাগলো

    ReplyDelete
  16. প্রতিটি কবিতাই ভালো লাগল।আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই

    ReplyDelete
  17. প্রতিটি কবিতাই আন্তর্জাতিকমানের হয়ে উঠেছে।

    ReplyDelete