জ্বলদর্চি

অমিত গোলুই


অ মি ত  গো লু ই


বেরতে

সরু গলিতে আটকে গেছে গাড়ি । 

গাড়ির সামনে পরপর দাঁড়িয়ে গেছে গাড়ি । 
গাড়ির পিছনে পরপর দাঁড়িয়ে গেছে গাড়ি । 
সামনের গাড়ির লোকেরা বলছে
একটু পিছিয়ে নিন আমরা বেরিয়ে যাব । 
পিছনের গাড়ির লোকেরা বলছে
একটু এগিয়ে নিন আমরা বেরিয়ে যাব । 

অথচ কেউ একবারও ভাবছে না , 
যে গাড়িটা আটকে গেছে
সেও কিন্তু বেরতে চেয়েছিল । 

বোধোদয়

আমরা প্রত্যেকেই যেন এক একটা বিয়ারের বোতল
একটু ঝাঁকুনিতেই ফুলে ফেঁপে বুদবুদ । 

ছিপি খুলে গ্লাসে ঢাললেই
প্রথমে চড়বড় , তারপর ঝাঁজ , বুদবুদ সব উবে গিয়ে
শান্ত স্থির । 

যেন আমাদের বোধোদয় । 


ঠাকুমা

পরিত্যক্ত কুয়োটার চারপাশে সবুজ গাছপালা , 
ঝাঁ - চকচকে ফ্ল্যাট , নতুন টিউবওয়েল , 
কুয়োটাকে
আরও বেশি পরিত্যক্ত করে তুলেছে । 

পরিত্যক্ত কুয়ো যেন আমাদের ঠাকুমা । 


বীরত্ব

গভীরে নামার কি খুব দরকার আছে ? 
যখন অগভীর জলাশয়ে 
হাত ডুবিয়েই তুলে আনা যায়
পড়ে যাওয়া পায়ের নূপুর , হাতের আংটি । 

শুধু হাততালি পাওয়ার জন্য
খুব কি দরকার আছে , 
স্বচ্ছ জলকে ঘোলা করার ? 

স্বচ্ছ জলকে স্বচ্ছ রাখার মধ্যেও
এক ধরণের বীরত্ব আছে । 
হাততালির লোভ চলে গেলে
তবেই টের পাওয়া যায় । 

ঘুড়ি

আগে ছাদ কম ছিল ঘুড়ি উড়ত বেশি
এখন ছাদ বেড়েছে ঘুড়ি কমে গেছে । 

কেন এমন হল ? 
কোথায় গেল সেই সব ঘুড়ি , 
যারা এর ওর তার ছাদে উঠে আকাশ ছুঁতো?

সাদা ক্যানভাসে আজ
সেই সব হারিয়ে যাওয়া ঘুড়ি - লাটাই - সুতো
আঁকতে গিয়ে দেখে --
ঘুড়ির জায়গায় কেরিয়ার সচেতন যুবক , 
লাটাইয়ের জায়গায় ফেলে আসা গ্রাম , 
সুতোর জায়গায় ফিকে, ধূসর প্রিয়জন, 
আর, আকাশের জায়গায়
মাল্টিন্যাশনাল কোম্পানি এঁকে ফেলেছি আমি।
-----
                                                                                                                                                                    

Post a Comment

0 Comments