জ্বলদর্চি

ইংরেজি সাহিত্য: পর্ব বিন্যাস ও রূপরেখা পর্ব -৫

ইংরেজি সাহিত্য: পর্ব বিন্যাস ও রূপরেখা
পর্ব- ৫   

সৌ ম্য দী প  চ ক্র ব র্ত্তী

 নিও-ক্ল্যাসিক্যাল পিরিয়ড:

 রেস্টোরেসন পিরিয়ডের পরবর্তী কালে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে শিল্প-সাহিত্যের অঙ্গনে দেখা যায় ধ্রুপদী সাহিত্যের অনুকরণে সাহিত্য রচনার এক ঝোঁকI নতুন উদ্যমে ধ্রুপদী সাহিত্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রবণতাই ইংরেজি সাহিত্যচর্চায় নব-ধ্রুপদী যুগ বা 'নিও-ক্ল্যাসিক্যাল' পিরিয়ডের সূচনা করেI রোমান সম্রাট অগাস্টাস সীজারের সময়কাল শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে রোমের ইতিহাসের স্বর্ণযুগ বলে পরিচিত; সেই সময়কালের সাথে তুলনা করে এবং সেকালের প্রতি সন্মান প্রদর্শন করে এই যুগকে অনেকেই ইংরেজি সাহিত্যের 'অগাস্টান পিরিয়ড'-ও বলে থাকেনI আবার, যুক্তিনির্ভর, বিচারবোধপূর্ণ গদ্য রচনা ও চর্চার  জন্য এই যুগকে প্রখ্যাত সমালোচক ম্যাথিউ আর্নল্ড "দি এইজ অফ প্রোজ এন্ড রিসন"-বলে অভিহিত করেছেনI সাহিত্য চর্চা ও রচনার কিছু নির্দিষ্ট রীতি, শৃঙ্খলা থাকা আবশ্যক- মূলত এই ধারণার-ই প্রতিফলন দেখা যায় এযুগের বিবিধ আঙ্গিকের সাহিত্যেI এযুগের সমাজ-চেতনা ও সামাজিক বিন্যাসে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এক উল্লেখযোগ্য ঘটনা যা সাহিত্যকে বিশেষ ভাবে প্রভাবিত করেI মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে পাঠক-কুলের সাহিত্য-চেতনা ও চাহিদাও ভিন্নতা লাভ করে, ঝরঝরে নির্মেদ গদ্য ভাষায় সাহিত্য রচনা পেতে থাকে বিশেষ গুরুত্বI       
এযুগের সাহিত্যের কথা বললে প্রথমেই উঠে আসে সাহিত্য-গোষ্ঠী ও পত্র-পত্রিকার কথাI সাহিত্যিকদের তথা সাহিত্য-গোষ্ঠীগুলির মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতার ছাপ প্রতিফলিত হয় এযুগের ব্যঙ্গ-বিদ্রুপপুষ্ট গদ্য, কবিতার মধ্যে দিয়েI সাহিত্য-গোষ্ঠীগুলির মধ্যে 'স্ক্রিবলেরাস ক্লাব' এবং 'কিটক্যাট ক্লাব'-এর নাম বিশেষ ভাবে উল্লেখ করা যায়I মূলত গদ্য রচনায় নির্দিষ্ট সময় অন্তর এসময়ে প্রকাশিত হতে থাকে বেশ কিছু পত্র-পত্রিকা যার মধ্যে অন্যতম হল রিচার্ড স্টিল-এর সম্পাদনায় প্রকাশিত 'দি ট্যাটলার' (১৭০৯-১৭১১), জোসেফ এডিসন ও রিচার্ড স্টিল-এর সম্পাদনায় প্রকাশিত 'দি স্পেক্টেটর' (১৭১১-১৭১২), স্যামুয়েল জনসন-এর সম্পাদনায় প্রকাশিত 'দি রাম্বলার' (১৭৫০-১৭৫২) ও 'দি আইডলার' (১৭৫৮-১৭৬০Iকাব্য-কবিতার ক্ষেত্রে এযুগের সবথেকে বড় নাম অ্যালেকজান্ডার পোপI ভার্জিলের 'প্যাস্টোরাল' কবিতার অনুকরণে লেখা 'প্যাস্টোরালস', 'উইন্ডসর ফরেস্ট' তাঁর কাব্য-কৃতির প্রথম ধাপ হলেও 'দি রেপ অফ দি লক' এবং 'দি ডানসিয়াড' কবি হিসেবে তাঁকে সুপ্রতিষ্ঠিত করেI পত্র বা চিঠির আঙ্গিকে তাঁর লেখা 'অ্যান এপিসল টু ডক্টর আরবুথনট' এবং 'এপিসল টু এ লেডি' বিশ্বের দরবারে বিশেষ ভাবে সমাদৃত হয়েছেI কবিতার পাশাপাশি সমালোচক হিসেবেও ভিন্ন ধারার লেখা আমরা পেয়েছি তাঁর কাছ থেকেI 'হিরোইক কাপলেট'-এ লেখা 'অ্যান  এসে অন ম্যান' এবং 'অ্যান এসে অন ক্রিটিসিজম' সমালোচক হিসেবে তাঁর অনন্যতার পরিচয় বহন করেI পোপ ছাড়াও এযুগের আরেক বিশিষ্ট সমালোচক হলেন ড: স্যামুয়েল জনসন। তাঁর 'প্রিফেস টু দি প্লেস অফ উইলিয়াম শেকসপিয়র' তাঁকে শেকসপিয়র-সমালোচকদের তালিকায় উচ্চে স্থান দিয়েছেI এছাড়া ড: স্যামুয়েল জনসনের আরেকটি উল্লেখযোগ্য কীর্তি ১৭৫৫ সালে প্রায় চল্লিশ হাজার শব্দ সম্বলিত এক অভিধানের রচনাI
কাব্য-কবিতার ক্ষেত্রে এই সময়ে কিছু কবিদের আমরা পাই যাঁরা মানব-জীবনের অবক্ষয় ও মৃত্যু-চেতনাকে ঘিরে কবিতার চর্চা করতে থাকেনI থমাস গ্রে, থমাস পার্নেল, রবার্ট ব্লেয়ার ও এডওয়ার্ড ইয়ং এঁদের মধ্যে অন্যতম; এঁদের কবিতাকে 'গ্রেভইয়ার্ড পোয়েট্রি' নাম অভিহিত করা হয়I এইযুগের আরো এক বহুমুখী প্রতিভা হলেন অলিভার গোল্ডস্মিথI তাঁর ৪৩০ লাইন-এর কবিতা 'দি ডেজার্টেড ভিলেজ', উপন্যাস- 'দি ভিকার অফ ওয়েকফিল্ড'  এবং নাটক- 'সি স্টুপস টু কংকার' বিশ্ব-সাহিত্যের সম্পদI এ যুগ গদ্য-সাহিত্য এবং উপন্যাসের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণI জোনাথন সুইফটের 'গালিভার্স ট্র্যাভেলস', ড্যানিয়েল ডেফোর 'রবিনসন ক্রুসো', 'মল ফ্ল্যান্ডার্স', স্যামুয়েল রিচার্ডসনের 'পামেলা', 'ক্ল্যারিসা', হেনরি ফিল্ডিংয়ের 'জোসেফ অ্যান্দ্রেউস', 'টম জোন্স', লরেন্স স্টার্নের 'ট্রিসট্রাম স্যানডি ' ও টোবিয়াস স্মলেটের 'রড্রিক রেন্ডম' ইংরেজি উপন্যাসের জগৎকে আলোকিত করে রেখেছেI 

অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু চিন্তাবিদদের পাই যাঁরা ভাবনা-চিন্তার আঙ্গিক ও পরিধিকে বিস্তৃত করেনI এডমান্ড বার্ক তাঁর 'রিফ্লেকশন্স অন দি রেভোল্যুশন ইন ফ্রান্স' এ ফরাসি বিপ্লবের সাথে যুক্ত দার্শনিক দিকগুলিকে উন্মোচিত করেন আবার 'দি সাবলাইম এন্ড টি বিউটিফুল'-এ তিনি নন্দনতত্ব ও নান্দনিকতার বিবিধ দিকের এক সম্যক ধারণা দেনI টমাস পেইন এর 'দি রাইটস অফ ম্যান' এবং 'দি এইজ অফ রিসন' ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে মানবিক অধিকার ও বৌদ্ধিক বিকাশের দিকগুলি তুলে ধরেI এছাড়াও এসময়ে বেশ কিছু তাত্ত্বিক ও দার্শনিক লেখা পাওয়া যায় ডেভিড হিউম এবং অ্যাডাম স্মিথের হাত থেকে।
----

Post a Comment

1 Comments