জ্বলদর্চি

দিনের শেষে /১১ জুলাই ২০২০


দি নে র শে ষে   

১১/৭/২০২০

১) ইন্টারন্যাশনাল বক্সিং এসোসিয়েশনের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতের অমিত পাঙ্ঘাল ৫২ কেজি. ক্যাটাগরিতে বিশ্বের ১ নং স্থানে! 

২) ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় এখন ৮ম স্থানে! 

৩) Nature scientific Reports-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে ২০২৫ সালের মধ্যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হতে চলেছে সর্বোচ্চ! 

৪) আরব দেশগুলোর মধ্যে প্রথম মঙ্গলগ্রহে পাড়ি দিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীর মঙ্গলযান "আল  আমাল"!

৫) ১৫ আগস্টের মধ্যে করোনা-র ভ্যাকসিন পাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী!
-----------------------------------------------------------

Post a Comment

1 Comments

  1. AnonymousJuly 11, 2020

    দিনের শেষে খুব ভালো লাগল।

    ReplyDelete