জ্বলদর্চি

দিনের শেষে / ১৮ জুলাই ২০২০


দি নে র  শে ষে 
১৮/৭/২০২০

১) দিনের শেষে আমাদের একটাই দাবী :- কবি ভারভারা রাও-এর মুক্তি চাই! 

২) অনলাইন স্পিড চেস্ চ্যাম্পিয়নশিপে বিশ্বের ২ নং ভারতের কোনেরু হাম্পি ফাইনালে উঠলেন বিশ্বের ১ নং চীনের হোউ ইফান -কে হারিয়ে! 

৩) ৩১ জুলাই পর্যন্ত দিল্লি -পুণে-মুম্বই-নাগপুর- আহমেদাবাদ-চেন্নাই থেকে কলকাতায় বিমান চলাচল বন্ধ থাকবে।
 
৪) "সেন্সর টাওয়ার"- এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে বেশি ডাউনলোড করা contact tracing app. হল আরোগ্য সেতু! প্রায় ১২ কোটি ৭৬ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে আরোগ্য সেতু-র! 
৫) রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা অনুযায়ী গত ১০ বছরে ২৭.৩ কোটি ভারতীয় দারিদ্র্যরেখার উপরে উঠেছেন! 

৬) প্রথম ভারতীয় করোনা প্রতিষেধক হিসাবে COVAXIN-এর হিউম্যান ট্রায়াল শুরু করল হায়দরাবাদের ফার্মাসিউটিকাল সংস্থা "ভারত বায়োটেক"!
--------------------------------------------------------
জ্বলদর্চি ওয়েব ম্যাগাজিন নিয়মিত পড়তে আপ ডাউনলোড করে নিন।    

🍁 আজকের দিন
🍁 স্বনির্বাচিত কবিতাগুচ্ছ
🍁 অন্যান্য 

🍁 ধারাবাহিক
  ১. হাজার বছরের বাংলা গান
  ২. হারিয়ে যাওয়া ঝিঁঝি পোকা
  ৩. আধুনিক চিত্রশিল্পের ইতিহাস 
  ৪. ইংরেজি সাহিত্য পর্ববিন্যাস ও রূপরেখা 
  ৫. বিজ্ঞানে ঈশ্বরের চিহ্ন 
  ৬. উপন্যাসের আয়নায়
  ৭. দিল্লি দর্পণ
  ৮. হিমালয়ের পথে চলতে চলতে 
  ৯. অ্যাঁতেলেকত্যুয়েল বনাম আঁতেল 
  ১০. উপস্থাপনার সাতকাহন

🍁 দিনের শেষে 

Post a Comment

0 Comments