দি নে র শে ষে
১৬/৭/২০২০
১) জ্বলদর্চি-র 'দিনের শেষে' সমবেত কন্ঠস্বর : "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!
২) ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের আসর বসছে আগামী ২১ নভেম্বর'২০২২!
৩) আমাদের দেশে দু'টি সম্ভাব্য ভ্যাকসিন মানবশরীরে ট্রায়াল শুরু করেছে চলতি সপ্তাহে!
৪) করোনা-র দাপটে আগামী বছর টোকিও অলিম্পিক অনিশ্চিত!
৫) কর্মী ছাঁটাই-এর নির্দেশিকা জারি করল এয়ার ইন্ডিয়া!
৬) কাপুরথালায় রেলের কারখানায় পরিকল্পনা অনুযায়ী করোনা-নিরোধক কোচ তৈরীর কাজ শুরু হয়েছে।
------------------------------------------------------
আজ থেকে শুরু হল।
প্রতি বৃহস্পতিবার। দিল্লির অন্দরমহলের খবরাখবর নিয়ে ধারাবাহিক।
-------------------------------------
0 Comments