দিনের শেষে ১৭ জুলাই ২০২০
দি নে র শে ষে
১৭/৭/২০২০
১) "দিনের শেষে" আমাদের একটাই শ্লোগান, "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!
২) আজ উচ্চ মাধ্যমিক ফল প্রকাশে যান্ত্রিক ত্রুটির পর স্বস্তি!
৩) আলিপুর চিড়িয়াখানায় ১১টি হলুদ এনাকোন্ডা জন্ম নিল।
৪) একটা ম্যাচ বাকি থাকতেই লা লীগা চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ।
৫) ঐতিহাসিক রাখালদাস বন্দোপাধ্যায়ের উঃ ২৪ পরগণা জেলার বনগাঁর বসতবাড়িটিকে হেরিটেজ ভবন হিসাবে স্বীকৃতি দিল রাজ্য হেরিটেজ কমিশন।
৬) Lancet global health-এর রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের ৯৮ শতাংশ এলাকায় করোনা সংক্রমণ !
----------------------------------------------------------
জ্বলদর্চি ওয়েব ম্যাগাজিন নিয়মিত পড়তে আপ ডাউনলোড করে নিন।
🍁 আজকের দিন
🍁 স্বনির্বাচিত কবিতাগুচ্ছ
🍁 অন্যান্য
🍁 ধারাবাহিক
১. হাজার বছরের বাংলা গান
২. হারিয়ে যাওয়া ঝিঁঝি পোকা
৩. আধুনিক চিত্রশিল্পের ইতিহাস
৪. ইংরেজি সাহিত্য পর্ববিন্যাস ও রূপরেখা
৫. বিজ্ঞানে ঈশ্বরের চিহ্ন
৬. উপন্যাসের আয়নায়
৭. দিল্লি দর্পণ
৮. হিমালয়ের পথে চলতে চলতে
৯. অ্যাঁতেলেকত্যুয়েল বনাম আঁতেল
১০. উপস্থাপনার সাতকাহন
🍁দিনের শেষে
Comments
Post a Comment