
দি নে র শে ষে
২১/৭/২০২০
১) দিনের শেষে আমাদের একটাই দাবী :- কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!
২) টালিগঞ্জ অশোকনগর বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিস্ময়কর ফলাফল : ১৫০ জনের মধ্যে ১৩০ জন পরীক্ষার্থী অকৃতকার্য!
৩) এই প্রথম মহাকাশে মঙ্গলযান পাঠালো সংযুক্ত আরব আমিরশাহী!
৪) আপাতত স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ!
৫) ৮৫ বছর বয়সে চলে গেলেন মধ্যপ্রদেশের ২২-তম রাজ্যপাল লালজি ট্যান্ডন!
৬) আমাদের দেশে তৈরি করোনা-প্রতিষেধক COVAXIN-এর হিউম্যান ট্রায়াল চলছে।
-------------------------------------------------------
জ্বলদর্চি ওয়েব ম্যাগাজিন নিয়মিত পড়তে আপ ডাউনলোড করে নিন।
0 Comments