জ্বলদর্চি

২২ জুলাই ২০২০


আ জ কে র  দি ন 

22 July 2020
বাংলায় -- ৪ শ্রাবণ ১৪২৭ বুধবার 

আজ, প্যারীচাঁদ মিত্র-র জন্মদিন। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন। বিখ্যাত গ্রন্থ: 'আলালের ঘরের দুলাল'--বাংলা সাহিত্যের  প্রথম  উপন্যাস।
আজ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়-এর জন্মদিন। বাংলা সাহিত্যে ব্যঙ্গ- কৌতুক  রস স্রষ্টা। তাঁর  ডমরু- চরিত, কঙ্কাবতী বিখ্যাত উপন্যাস। 

আজ, মনীন্দ্রলাল বসুর প্রয়াণ দিবস। গল্প- উপন্যাস - শিশু সাহিত্য নিয়ে লেখালেখি  করেছেন। কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস 'রমলা' তাঁর  সময়ে খুব জনপ্রিয়  হয়েছিল।

আজ, মার্কিন কবি এমা লাজারাস-এর জন্মদিন। তাঁর  'The New  Colossus' কবিতাটি statue of libarty-র পাদভূমিতে বোঞ্জের ফলকে খোদিত করা হয়েছিল।
মনীষী উবাচ :
 মানুষের  ভিতর  যে পূর্ণত্ব প্রথম থেকেই  আছে, তারই প্রকাশসাধনকে বলে শিক্ষা। (স্বামী বিবেকানন্দ)
------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-----------------------------------------------------  
জ্বলদর্চি ওয়েব ম্যাগাজিন নিয়মিত পড়তে আপ ডাউনলোড করে নিন।  

Post a Comment

0 Comments