জ্বলদর্চি

দিনের শেষে


                      দি নে র শে ষে  
৩১/৭/২০২০

১) দেশের কোন্ স্তরের মানুষের মধ্যে 
প্রথম করোনা-ভ্যাকসিন বিতরণ করা হবে, তা' নিয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা শুরু হল। 

২) রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৯১১ সা‌লে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক IFA শিল্ড জয়ের কাহিনী এবার পড়ানো হবে ৮ম শ্রেণীর পাঠক্রমে! 

৩) এই প্রথম ১৫ আগস্টে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখবে পাক সীমান্তের শেষ গ্রাম। 

৪) লন্ডনে ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন সৌরভ গাঙ্গুলী-র প্রথম প্রশিক্ষক অশোক মুস্তাফি! 

৫) আমেরিকার সেনসাস বিভাগের সাপ্তাহিক পালস্ সার্ভে অনুযায়ী সেই দেশের ২ কোটি ৩৯ লক্ষ মানুষের সপ্তাহের কোন একটা সময় ঘরে পর্যাপ্ত খাবার ছিল না !

৬) করোনা-র বীভৎসতায় দুবাইতে হতে চলা জনপ্রিয় "রাগবি সেভেন প্রতিযোগিতা" বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করল বিশ্ব রাগবি সংস্থা! 

৭) স্পেশাল সুইশ প্রসিকিউটর স্টেফান কেলার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা "ফিফা"-র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফাস্তিনো-র বিরুদ্ধে ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়া শুরু করলেন! 

৮) সদ্য সমাপ্ত লা-লিগায় "ড্রিবলিং কিং" খেতাব জয় করলেন বার্সেলোনা ক্লাবের লিওনেল মেসি! 

(** বিঃদ্রঃ- হ্যাঁ, আমরা কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)
____________________________________
একটু হাসুন 

লকডাউনে ঘেঁচুদার আর সময় কাটছিল না। তাই সে ঠিক করেছিল, এই ছুটিটাকে কাজে লাগিয়ে একটু আধটু ইংরেজি  বলা অভ্যাস করতে হবে। পরিচিতদের কাছ থেকে আসা ফোনগুলোকে এই কাজে ব্যবহার  করবে। 

এই সময় ক্যাবলা ফোন করল হ্যালো, ঘেঁচুদা  কি করছো?

ঘেঁচুদা : আই আম ডায়িং...

ক্যাবলা তো কেঁদে  অস্থির । তোমার কবে করোনা হল??? পাশের বাড়িতে আছি,ফোন তো আর লকডাউন নয়,তুমি তো একটু জানাবে??

ঘেঁচুদা : আরে দূর শালা! আমি তো চুল ডাই করছি!!!!





Post a Comment

0 Comments