জ্বলদর্চি

রক্ত / তপন তরফদার

 

  রক্ত     

 ত প ন  ত র ফ দা র         

মহিষাদলের  রাজবাড়ির সম্পত্তি  কিন্তু  রাজবাড়ি থেকে বেশ দূরে। কোন এক সময়ে এখানে হাট বসতো এখন ছোটখাটো বাজার। বাজার সংলগ্ন টোল এখন জুনিয়র হাইস্কুল। এই বাজার স্কুল পরিস্কার করার জন্য রামধন বাসপার আছে। এরা বংশপরম্পরায় এই কাজ করে চলেছে। রামধনের তিন মেয়ের পর ছেলে, ছেলের নাম রেখেছে সূরজ। ছেলেকে নিয়ে অনেক স্বপন দেখে রামধন, লেখাপড়া শিখিয়ে স্কুলের মাস্টার বানাবে। রামধন শুনেছে নীচু জাতের লোকজনদের সুযোগ সুবিধা দেওয়া হয়। সূরজকে স্কুলে ভর্তি করেছে। সূরজ যত বড় হচ্ছে ততই বুঝতে পারছে ওরা নীচু জাতের ওরা অচ্ছুত। মুখে বলে না, হাব ভাবে বুঝিয়ে দেয়। হেডমাস্টার বীরেন ভট্টাচার্য ছুতোনাতায় নিজের জাত সম্পর্কে গর্ব করেন। পৈতা দেখিয়ে পড়ুয়াদের বোঝান উনি উঁচু জাতের,উঁচু রক্তের মানুষ। জাত নিয়ে সূরজকে সুযোগ পেলেই বাঁকা কথা শুনায়।

     সুযোগ পেলেই মজা করে অন্য জনের টিফিন অন্যরা খেয়ে নেয়। সূরজের বাড়িতে সকালে প্রায় দিনই রান্না হয় না। না খেয়েই স্কুলে আসে। সেদিন কি যে হলো,কচি একটা টিফিনের বাক্স খুলে বলে, সূরজ খেয়েনে। দুজনে মিলে চটপট খেয়ে নেয়। সুদীপ বন্দোপাধ্যায় হেডমাস্টারের কাছে নালিশ জানায়। হেডমাস্টার সূরজকে বেত মারলেন মুখে বারবার বললেন চুরি করা  তোদের জাতের ধর্ম, রক্তের দোষ।    

    সূরজের বাবা মারা গেল। লেখাপড়া ওখানেই শেষ। সবাই ওকে এড়িয়ে চলে। ব্যতিক্রম ওই পাড়ার রক্তদান শিবিরের উদোক্তা বিশুদা। বিশুদা ওকে খাতির করে  রক্তদান করতে বলে। প্রথম ঝটকায় রাগ হয়েছিল।পরক্ষণেই মন বলে দেখাই যাক না উঁচু জাতের রক্তের থেকে নিজের রক্তের কতটা খারাপ।

      কিছুদিন বাদে শিবুদা ডেকে বলে তুই যেখানে সেখানে রক্ত দিতে যাবি না। সূরজ বলে জানি বিশুদা আমারা নীচু জাতের, আমাদের বদ রক্তের কোনো দাম নেই। বিশুদা থামিয়ে দিয়ে বলে তোর রক্তের দাম অনেক,পাওয়া যায়না। শিবুদা মনে মনে বলে ওর বোম্বেগ্রুপের রক্ত,এইচ/এইচ,যা ১৯৫২সালে ডা:ওয়াই জি ভেন্ডে বোম্বে শহরে আবিস্কার করেন। বিরল গ্রুপের রক্ত।দশ লাখের মধ্যে চার জনের বোম্বে গ্রুপের রক্ত পাওয়া যায়। 

   ঠাকুর বিসর্জন হয়ে গেছে। রাত বারোটা নাগাদ বিশুদা সুরজকে ডেকে বলে, এখুনি  তোকে হাসপাতালে যেতে হবে তোকে রক্ত দিতে হবে। হাসপাতালে গিয়ে শোনে হেডমাস্টারকে রক্ত দিতে হবে। হেডমাস্টারের রক্তের গ্রুপ “বোম্বাই”।তুই রক্ত না দিলে উনাকে বাঁচানো যাবে না।সূরজ দৃঢ় স্বরে বলে ওই সিনেমা নাটকের মত চুপচাপ রক্ত দেব না। আমার রক্তের উপযুক্ত মূল্য দাবী করবো।



Post a Comment

0 Comments