সংগ্রহ
দগ্ধ দিনের কৃষ্ণচূড়া
সম্পাদক - অনিল ঘড়াই, সুনীল মাজি
প্রকাশক - তূর্য
প্রথম প্রকাশ - ২০১২
প্রচ্ছদ - রঞ্জন দত্ত
মূল্য - ২০০/-
________________________________
লৌকিক ধাঁধা
পূর্ব মেদিনীপুর লৌকিক ধাঁধা-
১.
বলো তো নাতি -
কোন বাসা ভাড়া দেওয়া যায় না?
উত্তর - ভালোবাসা
২.
জলেতে জন্ম
ঘরে তার বাস
জলেতে পড়লে
তার সর্বনাশ - চটপট বলো দেখি কি এটি?
উত্তর - নুন/লবণ
৩.
কোন খানা খাওয়া যায় না?
উত্তর - গোসল খানা
৪.
কথা ও ছবি ছায়ায় আসে
দেখে তা কিন্তু সবাই হাসে।
উত্তর - টি.ভি
৫.
কোন পাখির ডিম নেই?
বলো দেখি এটি কি?
উত্তর - বাদুড়
৬.
কোন ব্যাঙ্কে টাকা নেই?
উত্তর - ব্লাড ব্যাঙ্কে
৭.
এতো ভালো বিছানা
কেউ তাতে বসে না।
বলো তাড়াতাড়ি?
উত্তর - জল
৮.
একটাতে কাজ হবে না
দুটো আমার চাই
দুটো পেলে হবো
আমি চাষি ভাই।
উত্তর - বলদ
৯.
এক ঘরে জন্ম
দুই সহোদর ভাই
মানুষের শরীর মাঝে
এর দেখা পাই।
উত্তর - চোখ
১০.
ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে
কখনো বোজে কখনো খুলে থাকে ঘরে।
উত্তর - তালাচাবি
---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল
0 Comments