জ্বলদর্চি

জীবনের সংজ্ঞা/ উদিত কোনার

   ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   



জীবনের সংজ্ঞা

উ দি ত  কো না র


জীবন মানে টানাপোড়েন,
আর আমরা সেই টানাপোড়েনের খেলায় মেতেছি।
জীবন মানে অস্থিরতার মধ্যেও 'অ' টাকে
সরিয়ে দিয়ে 'স্থিরতা' খুঁজে পাওয়ার তীব্র চেষ্টা।
জীবন মানে লড়াই,
জীবন মানে বিদ্রোহ;
তা পরিবেশের সঙ্গেই হোক
অথবা, নিজের সঙ্গে।
জীবন মানে সংগ্রাম।

জীবন মানে আকুল, ব্যাকুল হৃদয়ের মধ্যেও
খাবি খেতে খেতে
প্রাণটা ধরে রাখার তীব্র চেষ্টা।
জীবন মানে সঙ্গীত;
যে সঙ্গীতের গীতিকার, সুরকার
আমরা নিজেরাই।

জীবন মানে কোনো গল্প নয়।
এটা হলো একটা স্ক্রিপট;
যেটা প্রতিদিন লেখা হচ্ছে।
কিন্তু এই স্ক্রিপ্টে আমরা অভিনয় করি না।
আমরা তো বাস্তব চরিত্র।
আর বাস্তব চরিত্ররা তার ভিতরের
বাস্তবতাটাকে ফুটিয়ে তোলে।
সেখানে অভিনয় করার কোনো
সুযোগই নেই।
এই স্ক্রিপ্টের পরিচালক হয়তো আমরা নই;
কিন্তু এই স্ক্রিপ্টের সঞ্চালক আমরাই।

জীবন মানে প্রেম,
ভালোবাসা, ভালোলাগা।
আঁচড়ানো, কামড়ানো পরিস্থিতেও
ভালোবাসাকে আঁকড়ে ধরে
বাঁচার নামই জীবন।
হতাশা, অবসাদ যখন
এই জীবনকে গ্রাস করে,
সেই হতাশার মধ্যেও
ভালো কিছুর 'আশা' করে
এবং সেই অবসাদের মধ্যেও
বেঁচে থাকার 'স্বাদ' গ্রহণ করার
নামই জীবন।

পূর্ণিমার দিন যে জ্যোৎস্নার
আলো আমাদের মনকে ভরিয়ে তোলে,
তার পরের দিন থেকে সেই আলো
কমতে কমতে একটি কাস্তের আকারে
পরিণত হয়।
জীবনও তাই।
কখনো কখনো তা উজ্জ্বল আলোয় ভরে ওঠে।
কখনো কখনো আবার সেই আলোর পরিমাণ কমে।
কিন্তু অল্প হলেও, আলোটা তো থাকে।
চোখটা একবার বুজে গেলেই তো ঘোর অমাবস্যা।
জ্যোৎস্না আর অমাবস্যার মতো
জীবনে প্রথমবার চোখ খোলাটা
প্রকৃতির যে নিয়মে,
চোখ বন্ধটাও সেই নিয়মে করাটাই শ্রেয়।
নিজেদের নিয়মটা সেখানে কখনোই
গ্রহণযোগ্য নয়।

বুকের ভিতরটা যখন
আস্তে আস্তে দুমড়ে মুচড়ে যায়,
সেই ক্ষত বিক্ষত হৃদয়ে অনবরত
লড়ে যাওয়াই হল জীবন।
কালবৈশাখীর মেঘ যখন
জমা হয় বুকের ভিতর,
সেই পরিস্থিতিতে কালবৈশাখীর
অঝোর স্রোতের মতো হৃদয়ের মেঘকে ঝড়িয়ে দিয়ে হৃদয়কে আলোকিত করাই জীবন।
জীবন মানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া
পরিস্থিতিতেও আয়নার সামনে তাকিয়ে বলা
'আমি ভালো আছি।আমাকে ভালো থাকতেই হবে।'
জীবন মানে ধৈর্য সহকারে অপেক্ষা করা।
চরম বিশৃঙ্খল পরিস্থিতিতেও দীর্ঘশ্বাস
যখন গ্রাস করে,
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধৈর্য সহকারে
ভালো কিছুর অপেক্ষা করে যাওয়া।

জীবন মানে বৈচিত্র।
সত্যি কি বিচিত্র এই জীবন!
কখনো রোমাঞ্চকর, আবার কখনো বিরক্তিকর।
কখনো চরম উত্তেজক, আবার কখনো নরম মনোভাবাপন্ন।
জীবন হল অনেকগুলো বছর ফ্রি তে
এই বিচিত্রতা অর্জন করার আস্ত প্যাকেজ।
আর সবশেষে বলতে চাই,
জীবন হল সবথেকে বড় সম্পদ।।

ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   

Post a Comment

0 Comments