জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ১৫ আগস্ট ২০২০


১৫/৮/২০২০

১) IPL-এর টাইটেল স্পনসরশিপের দৌড়ে ৫ ভারতীয় সংস্থা :- রিলায়েন্স জিও,বাইজু,পতঞ্জলি,আন একাডেমী, টাটা গ্রুপ! 

২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা :- প্রত্যেক ভারতীয়ের জন্য Health ID, National digital health mission চালু হবে। 

৩) এয়ার ইন্ডিয়া নজিরবিহীন ভাবে ৫০ জন পাইলটকে বরখাস্ত করল। 

৪) ১৫ বছর পর চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল মেসি-রোনাল্ডোবিহীন!বায়ার্নের কাছে মেসি-র বার্সা ৮-২ গোলে পর্যুদস্ত। বরখাস্ত হলেন বার্সার কোচ সেতিয়েন! 

৫) ত্রিপুরার দৈনিক সংবাদপত্র "ডেইলি দেশের কথা"-র প্রকাশের উপর থেকে  নিষেধাজ্ঞা উঠে গেল! 

৬) চলে গেলেন আপোষহীন নাট্যকার, অভিনেতা ও পরিচালক সংগ্রামজিৎ সেনগুপ্ত! 

৭) যথাযথভাবে বাংলাদেশে পালিত হল "জাতীয় শোক দিবস(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস)"!

৮) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহিন্দার সিং ধোনি! 

(বিঃদ্রঃ - সমবেত কণ্ঠে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________
একটু হাসুন 


শিক্ষক: ক্যাবলা একটা  প্রাগৈতিহাসিক প্রাণীর নাম বল।

ক্যাবলা: স্যার, জেব্রা।

শিক্ষক : জেব্রা!জেব্রা প্রাগৈতিহাসিক প্রাণী!!! 

ক্যাবলা: সব প্রাণীই তো যে যার মত কালারফুল।শুধু  জেব্রাটাই ব্ল্যাক এণ্ড হোয়াইট  থেকে গেল!!!
________________________
আগামীকাল প্রকাশ পাবে
জ্বলদর্চি কুইজ -৩
     

Post a Comment

0 Comments