আ জ কে র দি ন
6 August 2020
বাংলায় -- ২১ শ্রাবণ ১৪২৭ বৃহস্পতিবার
১৯৪৫ সালের আজকের দিনের সকালে যুক্তরাষ্ট্রীয় বিমান জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে। মানব জাতির ইতিহাসে কলঙ্কিত আজকের দিনটি হিরোসিমা দিবস হিসেবে পালন করা হয়।
আজ, আলেকজান্ডার ফ্লেমিং -এর জন্মদিন। স্কটল্যান্ডবাসী এই বৈজ্ঞানিক অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞান ও মানবজীবনে বিপ্লব আনেন। এ কারণে ১৯৪৫ সালে তিনি যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান।রাজা ষষ্ঠ জর্জ তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেন। এ কারণে তিনি স্যার আলেকজান্ডার ফ্লেমিং।
আজ, নটসূর্য অহীন্দ্র চৌধুরীর জন্মদিন। ১৯৫৮সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন। শাজাহান নাটকে তাঁর অভিনয় প্রশংসার দাবি রাখে।
আজ, লর্ড টেনিসনের জন্মদিন।
ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি।
In Memoriam,Ulysses, মারিয়ানা ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।
আজ, ইংরেজ নাট্যকার বেন জনসনের প্রয়াণ দিবস। বিদ্রুপাত্মক নাটকের জন্য বিখ্যাত। তাঁর কয়েকটি নাটক হল Every Man in His Humour, The Alchemist, Volpone,or The Fox ইত্যাদি।
আজ, বাংলাদেশের কবি ও সাংবাদিক সন্তোষ গুপ্তের প্রয়াণ দিবস। সাংবাদিকতা ছাড়াও কবিতা, শিল্পকলা চিত্রকলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন।তাঁর লেখা 'অনিরুদ্ধের কলাম' পাঠক মহলে খুবই জনপ্রিয় হয়েছিল।
মনীষী উবাচ :
নিন্দা করিতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করিতে যাইলে ভিতরে প্রবেশ করিতে হয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-----------------------------------------------------
1 Comments
খুব ভাল লাগছে। অনেক কিছু জানতে পারছি। এটা চলতে থাকুক।
ReplyDelete