জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন /৫ আগস্ট ২০২০




                      দি নে র শে ষে  
৫/৮/২০২০

১) কোভিডে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বনামধন্য কবি, সাহিত্যিক,অনুবাদক,অধ্যাপক মানবেন্দ্র বন্দোপাধ্যায়! 

২) রপ্তানি উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী ২০২০-'২১ আর্থিক বছরের জুলাই মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯১ কোটি ডলার আয় হয়েছে,যা গত বছরের জুলাই মাস থেকে  দশমিক ৬ শতাংশ বেশী। 

৩) প্রয়াত "বিস্ক ফার্ম"-এর কর্ণধার কৃষ্ণদাস পাল! 

৪) রাজ্য সরকারের ক্রীড়া দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে যে চলতি আগস্ট মাসে রাজ্যে অন্য কোন খেলাধূলা নয়,শুধুমাত্র জিম ও যোগায় অনুমোদন ক্রীড়া দফতরের! 

৫) প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজী রাও পাতিল! 

৬) রাজধানী বেইরুট বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত লেবানন! পুড়ে ছাই হাজার হাজার টন খাদ্যশস্য! 

৭) UPSC পরীক্ষায় সারা দেশে সফল ৮২৯ জন পরীক্ষার্থী,মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের প্রতিভা ভার্মা! 

৮) আজ অযোধ্যায় মহাসমারোহে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী! 

৯) ২০১০ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্পেনের গোলরক্ষক ক্যাসিয়াস ফুটবল থেকে অবসর নিলেন! 

(বিঃদ্রঃ- আসুন,দিনের শেষে আমরা একসাথে বলি -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
________________________________

                     একটু হাসুন 

গলির মোড়ের ঠিক যে জায়গায় দাঁড়ালে কেউ দেখতে পাবে না,সেখানে দাঁড়িয়ে  ক্যাবলা একটা  সিগারেট  ধরাল। সবে দু তিনটা  সুখ টান দিয়েছে, এমন সময় ঘেঁচুদা পিছন থেকে এসে হঠাৎ বলল : মা আসছেন।
হাত থেকে সিগারেট  ফেলে ক্যাবলা বলে উঠল: কই কই? কোথায়? কোথায়?

ঘেঁচুদা : আর মাত্র ৭৭  দিন
-----------------------------------------

Post a Comment

0 Comments