জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৩ সেপ্টেম্বর ২০২০



১৩/৯/২০২০

১) অসুস্থ হওয়ার আগে এক সাক্ষাতকারে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তাঁর পড়া শেষ বই হল সুনীল গঙ্গোপাধ্যায়ের "প্রথম আলো"!

২) আগামী মাসেই করোনাভাইরাসের সম্ভাব্য টিকার অনুমোদনের আর্জি জানাতে পারে মার্কিন সংস্থা ফাইজার! 

৩) করোনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে মাথা চাড়া দিয়েছে 'আফ্রিকান সোয়াইন ফ্লু'! 

৪) দেশে ১০০দিনের কাজের কারিগর বিহারের প্রাক্তন মন্ত্রী আর জে ডি নেতা রঘুবংশ সিং প্রয়াত! 

৫) ২৭ বছরের কুস্তিগীর নাভিদ আফকারি-কে মৃত্যুদন্ডের আদেশ দিল ইরান সরকার, খুনের দায়ে! 

৬) ইউ এস ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলা বিভাগে  চ্যাম্পিয়ন হল বিশ্বের চার নম্বর খেলোয়াড় জাপানের নাওমি ওসাকা! 

৭) অল ইন্ডিয়া রেডিও-তে আই পি এল-এর প্রতি ম্যাচের  ধারাবিবরণী আয়োজন করার আবেদন নিয়ে বি সি সি আই সভাপতি সৌরভ গাঙ্গুলী-কে চিঠি লিখলেন প্রসারভারতীর সি ই ও শশী শেখর ভেমপাতি! 

৮) করোনা আবহে যাবতীয় বিধিনিষেধ মেনেই শুরু হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগ !

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________

 এ ক টু  হা সু ন  


শিক্ষক : আমি স্নান করি, তুই স্নান করিস,সবাই স্নান করে! 
ব্যাকরণের কোন্ কাল? 
পাপ্পু : স্যার, এইটা গরমকাল!
______________________________________
প্রকাশিত হয়েছে 
জ্বলদর্চি কুইজ  


Post a Comment

0 Comments