জ্বলদর্চি

৯ সেপ্টেম্বর ২০২০


আজকের দিন  

আজ ৯ সেপ্টেম্বর ২০২০
বাংলায় -- ২৩ ভাদ্র ১৪২৭
 
আজ,  পৃথিবীখ্যাত রুশ লেখক লিও তলস্তয়ের (১৮২৪)জন্মদিন। তাঁর দু’টি অনবদ্য উপন্যাস 'যুদ্ধ ও শান্তি' (রচনাকাল ১৮৬৩–১৮৬৯) এবং 'আন্না কারেনিনা' (রচনাকাল ১৮৭৩–১৮৭৭)।

আজ,  সরলা দেবী চৌধুরানীর জন্মদিন(১৮৭২)। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী। তিনি প্রতিষ্ঠা করেছিলেন 'ভারত স্ত্রী মহামণ্ডল'। এটি ছিল ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন।
 
আজ, স্বনামধন্য শল্যচিকিৎসক দ্বিজেন্দ্রনাথ মৈত্র-র জন্মদিন(১৮৭৮)। 

আজ, বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবীর জন্মদিন(১৮৮২)।

আজ, সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষকুমার ঘোষের জন্মদিন। 'নানা রঙের দিন','কিনু গোয়ালার গলি', 'শ্রীচরণেষু মাকে' ইত্যাদি তাঁর  উল্লেখযোগ্য উপন্যাস। ১৯৭৩ খ্রিষ্টাব্দে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

আজ, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ রাধাকুমুদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস।

আজ, মাও সে তুং-এর প্রয়াণ দিবস। তিনি ছিলেন চাইনিজ কমুনিস্ট পার্টির নেতা।

১৯১৫ সালের আজকের দিন বুড়িবালামের যুদ্ধের শেষদিন। বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তাঁর সহযোদ্ধারা বুড়িবালামের  তীরে  ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।


মনীষী উবাচ:
“সবাই পৃথিবীর পরিবর্তন করার চিন্তা করে, কিন্তু কেউ নিজের মনের পরিবর্তন করতে চায় না।”
-- (তলস্তয়)
______________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
_______________________________________

    সংগ্রহ করুন  
 

Post a Comment

0 Comments