দিনের শেষে
৩০/১০/২০২০
১) নেটওয়ার্ক এনালিস্ট ফার্ম Ookla জানিয়েছে যে Vi(ভি আই) সবথেকে দ্রুততম নেটওয়ার্ক প্রদান করছে এবং 4G পরিষেবার উপলব্ধতার দিক দিয়ে এগিয়ে আছে Jio!
২) বিশ্বব্যাংক ও জাতিসংঘ কোভিড ১৯-এর ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুল খোলার আহ্বান জানিয়েছে!
৩) উপগ্রহ চুক্তিভঙ্গের অভিযোগে ISRO(Indian Space Research Organization)-র বাণিজ্যিক শাখা Antrix Corporation-কে ১২০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলল সেই দেশের আদালত!
৪) আজারবাইজানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান- এর ৪২ বছরের সহধর্মিণী আনা হাকোবিয়ান!
৫) কালীপুজোর আগে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে।
৬) আই এস এল-এ এটিকে-মোহনবাগান এবং এস সি ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ২৭ নভেম্বর!
৭) বিগত ২০০ দিনে তাইওয়ানে একজনও করোনায় আক্রান্ত হয়নি!
৮) আগামী ডিসেম্বরের শুরুতে International Cricket Council(ICC)চেয়ারম্যান নির্বাচনে নিউজিল্যান্ড-এর গ্রেগ বার্কলে-কে সমর্থন করার সম্ভাবনা ভারতের!
৯) মহারাষ্ট্রে মাস্ক না পরে ট্রেনে চড়লেই ২০০ টাকা জরিমানা, অন্যথায় রাস্তাঘাট ঝাঁট দেওয়ার মতো সমাজসেবামূলক কাজ করতে হবে।
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)
একটু হাসুন
শিক্ষক : পাপ্পু, টেন্স কয় প্রকার?
পাপ্পু : চার প্রকার স্যার!
শিক্ষক : চার প্রকার!! কি কি?
পাপ্পু : প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আর সোশ্যাল ডিস্ টেন্স!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
ঘর হলো সঙ্গে দখিন ব্যালকনি
একা বসে মদালসে জাল বুনি
চন্দ্রিমা হাসিতে
সুর বাজে বাঁশিতে ।
গান শুনি -- রচি মম ফাল্গুনী ।
২.
ধর্মাবতার ধরমদাসের ব্যাধি নিয়ে হুলস্থুল
উনচল্লিশে উপদ্রব -- মাথায় সব উঠলো চুল।
বার কাউন্সিলের প্রার্থনায়
রাজি হলেন চিকিৎসায়
ডাক্তারে কয় ভয়ে ভয়ে -- হুজুর ক্রনিক অম্লশূল !!
0 Comments