জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৩১ অক্টোবর ২০২০

                           দিনের শেষে 

১/১০/২০২০

১) ৯০ বছর বয়সে প্রয়াত "জেমস বন্ড"-চরিত্রের সফল স্কটিশ অভিনেতা থমাস সিয়ন কনারি! 

২) কোভিড টিকাকরণে সব রাজ্যকে কমিটি গঠনের নির্দেশ দিল কেন্দ্র! 

৩) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারেরও বেশী ওভার বাউন্ডারি হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল! 

৪) চিনা কমিউনিস্ট পার্টির অন্দরমহলে জল্পনা শুরু -

আজীবন প্রেসিডেন্ট পদে থাকতে চান শি জিনপিং

৫) টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া(TRAI) জানিয়েছে যে Reliance Jio-র গ্রাহক সংখ্যা এই মূহুর্তে ৪০.৫৬ কোটি! 

৬) অভিনেতা ভিক্টর ব্যানার্জি বোস্টনে ওন্টারিও ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত! 

৭) আজ আই পি এল-এর ৫২-তম ম্যাচে মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ, শারজা ক্রিকেট স্টেডিয়ামে !

৮) বেঙ্গালুরুর অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান "Public Affairs Center"-এর সমীক্ষা অনুযায়ী সুশাসনের বিবেচনায় কেরল ভারতের সেরা রাজ্য! 

৯) রাশিয়ান ভ্যাকসিন Sputnik-V'এর হিউম্যান ট্রায়াল শুরু হবে এই রাজ্যে নভেম্বরের শেষ সপ্তাহে!প্রাথমিকভাবে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে এই ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে। 

১০) দ্বিতীয় দফায় করোনা-য় কাবু হয়ে একমাসের জন্য ফের লকডাউনের পথে ব্রিটেন! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)


একটু হাসুন 

ছোট মাছ : আচ্ছা মা, আমরা সবসময় জলের নীচে থাকি কেন? 

বড় মাছ : আমরা ফিস্! তাই জলের নীচে থাকি! জলের ওপরে সেলফিস্-রা থাকে!


লিমেরিক 

বিনোদ মন্ডল 

১.

লালচাঁদের যমজ দাদা দিলচাঁদ

চেহারা ও পছন্দে নেই মিলছাঁদ। 

দুজনে এক জোছনভরা রাতে

কে যেন পাশের বাড়ির ছাদে --

চাতকচোখে চমকে দ্যাখে -- নীলচাঁদ ! 

২.

ঘরে বসে কেনাকাটি টিপটপ ফিটফাট 

পছন্দ খুঁটিনাটি , ফোনে বিল মিটমাট 

যাবে কেনো বাঙালি বাহিরে

স্ত্রীর সাথে শো-রুমে ত্রাহি রে

চৌকাঠে খাড়া অ্যাপ -- অ্যামাজন ফ্লিপকার্ট !!


আরও পড়ুন 

আজ জন কীটস- র জন্মদিন। শ্রদ্ধা ও স্মরণে সন্দীপ কাঞ্জিলাল। 



জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments