জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৯ অক্টোবর ২০২০

দিনের শেষে 


৯/১০/২০২০

১) ৭৮ বছর বয়সে চলে গেলেন ছয়ের দশকের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অভি সেনগুপ্ত! 

২) দূরদর্শনের বাংলা ধারাবাহিকের মধ্যে টি আর পি-তে "করুণাময়ী রাণী রাসমণি" শীর্ষে চলে এল! 

৩) আজ আই পি এল-এর ২৩-তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়ালস এবং দিল্লি ক্যাপিটলস,শারজা ক্রিকেট স্টেডিয়ামে। 

৪) মারকিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা(NASA) জানিয়েছে যে গত ৬ অক্টোবর থেকে পৃথিবীর খুব কাছে চলে এসেছে প্রতিবেশী গ্রহ মঙ্গল! আবহাওয়া পরিস্কার থাকলে রাতের আকাশে খালি চোখেই দেখা যাবে মঙ্গলগ্রহ-কে! 

৫) ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়াম স্টেশনের নাম বদল করা হল, নতুন নাম-" আই এফ এ সল্টলেক স্টেডিয়াম"!

৬) আন্তর্জাতিক ক্রিকেটের টেস্টে সর্বাধিক উইকেট(৮০০)শিকারী, বিশ্ব ক্রিকেটের খ্যাতনামা বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন-কে নিয়ে বায়োপিক তৈরী করছেন পরিচালক এম এস ত্রিপাঠী, নামভূমিকায় থাকবেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি! 

৭) আজ বালাসোরে Defense Research and Research Development-এর তৈরী দেশের প্রথম Anti-Radiation Missile বা রেডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক প্রয়োগ করা হল! 

৮) বিশ্বজুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই-এর জন্য এবারে নোবেল পুরস্কার অর্জন করল "World Food Programme" সংস্থা! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
_______________________________________

একটু হাসুন 

একটা মোটা লোক বাজার থেকে মুরগী নিয়ে বাড়ী যাচ্ছিল, রাস্তায় দেখা এক মাতালের সাথে! 
মাতাল : কি রে! বড় ছাগলটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? 
মোটা লোক : আরে মাতাল! এটা ছাগল নয়, মুরগী! 
মাতাল : সে জানি, আমি মুরগীকে জিজ্ঞাসা করছি।
_______________________________________

লিমেরিক 

বিনোদ মন্ডল 

১.
রেশমকোমল রূপোলি ঝালর  মাথা
অধ্যাপক নয়, অগ্রগণ্য ভ্রাতা।
পরিবেশও বিষয় --
গভীর পরিচয় ;
আনন্দদেবহীন আজ বসুমাতা।   

২.
বর্ণহীন জল রঙিন হল বেগুনি। 
কেউ জানেনা জলকামানের এ গুণই। 
নিত্যনতুন উদ্ভাবনী শক্তিতে
ফেল-- শক্তি,সুনীল, বিষ্ণু দে। 
তুমি কেমন করে গান করো হে গুণী!

-------------------------------------------------------------
নিয়মিত প্রকাশিত হচ্ছে। 
পুজোর পদ্য পুজোর পদ্য। 
      

Post a Comment

0 Comments