ভূত পার্ট ওয়ান–দ্য হন্টেড শিপ, এক খাজা ভুতুড়ে গপ্পো
পরিচালক - ভানু প্রতাপ সিং
অভিনয় - ভিকি কৌশল, ভূমি পেদনেকর, আশুতোষ রানা
মুক্তি – ২১ ফেব্রুয়ারী ২০২০
রেটিং - 1/5
বলিউড আর হরর জঁরের সম্পর্ক অনেকটা চুম্বকের সমমেরুর মত! বলিউড যতই চেষ্টা করে ততই যেন তার হরর মুভিগুলো ভয়ের চেয়ে দর্শকদের কাছে হাস্যকর হয়ে ওঠে। এই পরম্পরা আজকের নয় এই পরম্পরা সেই র্যা মসে ব্রাদার্সদের ‘লাশ কা মাউন্টেন-খুন কা ফাউন্টেন-ডেঞ্জার!-ডেঞ্জার!-ডেঞ্জার!’ ট্যাগলাইন মার্কা মুভিগুলো থেকে শুরু হয়েছিল যা আজও চলছে। তবে টেকনিক্যাল ব্যাপারখানা কিছুটা স্মার্ট হয়েছে এই যা। তবে নতুন বোতলে পুরনো মদ আজও সমান তালে পরিবেশিত হচ্ছে আর দর্শকদের ভয়ের চেয়ে কাতুকুতু লাগছে! এরকমই ‘এক নাম বড়ে দর্শন ছোটে’ হরর মুভি আমাদের সামনে ঢাকঢোল পিটিয়ে এনেছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন। পরিবেশনায় কোনও গলদ ছিল না কিন্তু হতাশ দর্শকরা হরর মুভির নামে এই অত্যাচার আর সইতে পারল না।
পৃথ্বী (ভিকি কৌশল) একজন সৎ এবং সাহসী হৃদয়ের ব্যক্তি। এক দুর্ঘটনায় তার স্ত্রী (ভূমি পেদনেকার) এবং কন্যার মৃত্যু হয়। এরপর সে তাদের হ্যালুসিনেশন করতে থাকে। সে সময়মত এই মানসিক বিকারের ওষুধ নেয়না কারণ তার এই মানসিক অবস্থা তার স্ত্রী কন্যার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। পৃথ্বীর জীবনের একটি সংক্ষিপ্ত ইতিহাস দেওয়ার পরে, চলচ্চিত্রটিতে আসে তার আসল নায়ক সি বার্ড নামক একটি পরিত্যক্ত জাহাজের মুম্বাইয়ের তীরে পৌঁছে যাওয়া। ভিকির সংস্থা এই জাহাজের উটকো দায়িত্ব থেকে মুক্তি পেতে পৃথ্বী)-কেই ওই পরিত্যক্ত জাহাজে পাঠায়। এই জাহাজটি ভৌতিক এরকম গুজব শোনা গেলেও ভিকি সব গুজব উড়িয়ে দিয়ে জাহাজের মধ্যে প্রবেশ করে। নিজে কিছু ভৌতিক কাজকর্ম দেখার পর পৃথ্বী সিদ্ধান্ত নেয় যে এই ঘটনার অনুসন্ধান করবে। তার জাহাজে থাকার অভিজ্ঞতা ও কিছু প্রমাণ জোগাড়ের পর এটা স্পষ্ট হয় যে এই সি বার্ড জাহাজটি ভৌতিক। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে ক্ষতবিক্ষত শিপিং অফিসার পৃথ্বী এগিয়ে আসেন এক পরিত্যক্ত ভৌতিক জাহাজের রহস্য উন্মোচন করতে। অবশেষে কী সফল হবে পৃথ্বী? নাকি অন্য কোনও মোড় নেবে তার জীবনে, তা নিয়েই এই ছবির গল্প। ছবির চিত্রনাট্য ভিকির চরিত্রকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ সাহায্য না করলেও, নিজেকে উজাড় করে চরিত্রটিতে প্রাণ প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন ভিকি কৌশল। উরি বা রাজির মতো সিনেমায় দুর্ধষ সফলতার পর কেন ভিকি কৌশল এরকম ছবিতে অভিনয় করতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ ভূতের ছবি ভূত পার্ট ওয়ান-দ্য হন্টেড শিপ ভূতের কম হাসির ছবি বেশি মনে হয়েছে। বেসামাল গল্প, ততোধিক দুর্বল চিত্রনাট্য, হাস্যকর সিনেম্যাটোগ্রাফির ফাঁসে কার্যত হাঁসফাঁস করেই কাটিয়ে দিলেন ভিকি কৌশল, আশুতোষ রানার মতো বলিষ্ঠ অভিনেতারা। ছবিতে একটি ছোট অংশে পৃথ্বীর স্ত্রীর চরিত্রে দেখা যায় ভূমি পেদনেকরকে। অন্যদিকে আশুতোষ রানার চরিত্রটি একেবারেই যত্ন নিয়ে লেখেননি পরিচালক। নবাগত লেখক-পরিচালক ভানু প্রতাপ সিং তাঁর প্রথম ছবিতেই চরম ব্যর্থ হয়েছেন। ভূতের ছবি বানিয়েও দর্শকদের ভয় দেখাতে পারলেন না। দুর্বল চিত্রনাট্যের কারণে ছবির গতি খুবই স্লথ হয়ে পড়ে। ছবির দৃশ্যায়নে এবং শব্দের কারিকুরিতে চেনা ছকে দর্শককে ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছিল যথেষ্টই। কিন্তু সবটাই মাঠে মারা গিয়েছে দুর্বল চিত্রনাট্য এবং ভাবনার গলদে।
রেটিং
5- অসাধারণ
4-বেশ ভালো
3- ভালো
2- দেখতে পারেন
1 –না দেখলেও চলবে
-----------------
আরও পড়ুন
'সোয়েটার'
রাকেশ সিংহ দেব
0 Comments