জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১৩ নভেম্বর ২০২০

১৩/১১/২০২০

১) ভারতে পৌঁছে গেল রাশিয়ার করোনা ভ্যাকসিন Sputnik-V ,খুব তাড়াতাড়ি হায়দরাবাদের ভারতীয় সংস্থা Dr. Reddy's -এর সাথে যৌথ উদ্যোগে শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল! 
২) ভারতের মাটিতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী! 
৩)দূরদর্শনের চ্যানেলে টি আর পি অনুযায়ী প্রথম তিনটি বাংলা ধারাবাহিক হল পর্যায়ক্রমে করুণাময়ী রাণী রাসমণি, মোহর এবং খড়কুটো! 
৪) মারকিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা-র লেখা "A Promised Land"-বই প্রকাশ পেল! 
৫) দুর্মূল্য এবং বৃহত্তম রুশ হিরে The Spirit of Rose-এর নিলামে দাম উঠল ২৬.৬ মিলিলিয়ন মারকিন ডলার! 
৬) প্রত্যাশামতোই বিরোধীদের  পরাস্ত করে পুনরায় মায়ানমারে ক্ষমতায় আসতে চলেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী আং সান সু কি-র দল National League for Democracy(NLD).
৭) আজ আয়ুর্বেদ দিবস-এ গুজরাতের জামনগরে Institute of Teaching and Research in Ayurveda এবং রাজস্থানের জয়পুরে National Institute of Ayurveda-র ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 
৮) লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত  উপকূলবর্তী এলাকায় ভয়াবহ নৌকাডুবি, কমপক্ষে ৭৪ জন পরিযায়ীর মৃত্যু! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

 একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, আমাদের দেশের নারীগণের টেনশন যথেষ্ট বেশী! 
বল্টু : কি রকম! একটু খুলেই বল্! 
পাপ্পু : ওনারা একসাথে ১০টা পরিবারের টেনশন নিয়ে থাকেন! ১টা নিজের পরিবার, দু'টো প্রতিবেশীর আর ৭টা দূরদর্শনের সিরিয়ালের!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
বেঁচে আছে ইচ্ছের বিরুদ্ধে সে। 
ক্ষয়রোগে দিন কাটে কেশে কেশে। 
নিবে আলো-আশা
জীবে ভালোবাসা --
উদাসী মন ডানা মেলে নিরুদ্দেশে। 
২.
তিল থেকে তাল হয়,  তাল থেকে বড়া। 
লিপি থেকে অক্ষর  -- বেঁধে গাঁটছড়া। 
শব্দ ও বাক্য
ভাষার গবাক্ষ। 
লয় থেকে তান হয়,  তান থেকে ছড়া।

আরও পড়ুন 
আজকের দিন 

শুক্রবার সিনেমাবার। 
আজ '‌ভূত পার্ট ওয়ান–দ্য হন্টেড শিপ'। আলোচনা করলেন রাকেশ সিংহ দেব। 

Post a Comment

0 Comments