জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /গৌতম বাড়ই

ফোটোগ্রাফি - সৈয়দ স্নেহাংশু 

গুচ্ছ কবিতা 
গৌতম বাড়ই

মৃত্যু একটি শপথ

মৃত্যু একটি শপথ
তারাদের ঝকমকি এক একটি কালরাত্তিরের
পর্বত মিছিলের সাথে চলেছে সেই
নির্বোধ প্রেম
কেউ একতাল ভালোবাসা প্রসব করেনি
তাতে অনেক অভিসন্ধি
ঈশ্বরের চরমতম সর্বনাশ মানুষ
ঈশ্বরের খেলনা
কৌতুক
অবজ্ঞা----

শ্মশানের সাথে গোরস্থানের আকাশে নীলরঙ
নীচে শীতল কালো মৃত্যু ঘটছে
গল্পের জন্মে অজস্র মাটিচাপা কিংবা ছাইমুঠো 
হাতে হাতে

যা কিছু ভুলে থাকি 
ক্ষণস্থায়ী পরিহাস যাপন
মেঘেদের সাথে ঘাসেদের কথা হয়
ঘাসেদের সাথে ফড়িং গিরগিটি শামুকের
থাকনা মাঝে অবিন্যস্ত জড় জীবের ছড়ান জীবন

ফসিলের জড়দেহে তবু কিছু কথা থাকে
ইতিহাস থেকে বিজ্ঞান
জীবন সীমায়িত হারানোর
সমুদ্র এককভাবে ঢেউয়ের জন্ম দিয়ে চলেছে
পর্বত সূর্যোদয়ের
বাষ্পের সাথে মেঘের ধারাপাত
আমাদের প্রতিটি মৃত্যু একটি শপথ ছিল----


বসন্তের দূত

হেমন্তের অরণ্যে পোস্টম্যান নই
এখন দিকভ্রান্ত বসন্তের দূত।
পাতাদের মন খসানোর চিঠি আর লালবাক্সে নেই। পরিত্যক্ত জনপদে ঝুল ঝুল বিবর্ণ।
রাঙিয়ে নিয়েছি নিজেকে।
পুবে পশ্চিমে  উত্তরে দক্ষিণে 
বসন্তের দূত।
ক্যান্ডেলাইট ডিনার সেরে এ্যান্ড্রয়েড মশগুল।
হনলুলু সিসিলি পাশের গলী
তেপান্তরে কংক্রিটায়ন স্বপ্নের ফেরী।
অরণ্য বর্ণময় শীতে
জাম্বোজেটের ককপিটে বসে দেখব
অরণ্য জীবন।


সিরিয়াল কিলার

মৃত মানুষ আকাশের গায় আলো খোঁটে
পেড্রো লোপেজ কশাইকে মাপছিলো
পশু জবাই তো ছেলেখেলা!
তিনশো নগ্ন নারী কেটেছিস?মাখনের মতন
কলম্বিয়ান আবহাওয়ায়
উন্মাদ নিরুদ্দেশের গল্প ছিল


প্রেম

একটা সজীব প্রেম
ভরা গাঙে মাথা উঁচু করে
শ্বাস প্রশ্বাস নেয় মাছেদের ন্যায়
জলতলে প্রেম প্রেম ক্রীড়াচলে।
যে প্রেম দেখা দেয় বারবার
কবেকার
নবীন বসন্তের
পাখি হয়ে এসেছিল
তারপরে
কত কত পাতা খসানোর
ধূসর পান্ডুলিপির ঠাঁই।


জেগে ওঠে বেঁচে থাকে
গাঙের জলে কখনো কখনো
একবার।মীনেদের সজীব জগতে।


জেব্রাদের মুখে ঘাস গুঁজে দাও

এ এক বহ্নিজীবন 
তবুও তো কিছু আলোক ছড়ায়
ইতিহাসে সুখবৃষ্টি নাম তারচেয়ে বেশি জ্বলছি
অস্থি বাঁচিয়ে রেখে
সব অঙ্গ দান করেছি তরল শোণিতের মতন।

ভেবোনা আমার প্রেম নেই ক্ষুধা নেই 
মৌনতায় ছুঁয়ে থাকে অগ্নি জীবন
তবুও আমাকে এই মুহূর্তে বিস্ফোরণে উড়িয়ে দাও
চুড়মার করো
দেখবে বেরিয়ে আসবে 
অনর্গল লাভাস্রোতের ধারা
এককোটি দশকোটি একশকোটির-------

যেখানে জগদ্দল পাথরের ওপর 
হলদে প্রজাপতির ওড়াউড়ি।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন

Post a Comment

0 Comments