জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৪ নভেম্বর ২০২০

২৪/১১/২০২০

১) সার্বভৌমত্বের পরিপন্থী টিকটক- এর মতো আলিবাবা app. সহ ফের ৪৩টি চিনা app. ব্যান্ করল ভারত! 
২) সেরাম ইনস্টিটিউট জানিয়েছে যে আগামী বছরের জানুয়ারিতেই ভারতে ভ্যাকসিন দেওয়া শুরু হবে! 
৩) WWE-প্রেমীদের কাছে জনপ্রিয় চরিত্র ৫৫ বছর বয়স্ক মার্ক উইলিয়াম ক্যালাওয়ে ওরফে "দি আন্ডারটেকার"  অবসর নিতে চলেছেন। 
৪) এক সমীক্ষা মারফত জানা গেছে যে এন্ড্রয়েড ফোনে তোলা ছবির সত্তর শতাংশেরও বেশী Selfie! এক্ষেত্রে বিশ্বে ভারতীয়রাই এগিয়ে! 
৫) ৪৮-তম আন্তর্জাতিক এম এওয়ার্ডের মঞ্চে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ "দিল্লি ক্রাইমস"!
৬) মারকিন যুক্তরাষ্ট্রের পরবর্তী National Intelligence Director হতে চলেছেন আভ্রিল হেইনস, ইনি আমেরিকার প্রথম মহিলা হিসাবে এই পদে বসছেন! 

৭) গত দশকের সেরা ক্রিকেটার নির্বাচন করতে ৭ খেলোয়াড়ের এক প্যানেল তৈরী করল আই সি সি, এর মধ্য থেকে একজন নির্বাচিত হবেন! এই ৭ জন হলেন- বিরাট কোহলি (ভারত), স্টিভ স্মিথ (অষ্ট্রেলিয়া),জো রুট( ইংল্যান্ড), কেন্ উইলিয়ামসন(নিউজিল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন(ভারত),ডিভিলিয়ার্স(দক্ষিণ আফ্রিকা), সাঙ্গাকারা(শ্রীলঙ্কা)!
৮) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে জামসেদপুর এফ সি এবং চেন্নাই এফ সি! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

এক সাহিত্য প্রতিযোগিতার বিবরণ। 

প্রতিযোগিতার বিষয়বস্তু :-
এমন একটা গল্প লিখতে হবে, যার মধ্যে একই সঙ্গে শান্তি, স্বস্তি, নীরবতা, আনন্দ, সুখ ও খুশির অনুভূতি পাওয়া যায়! 
অংশগ্রহণ করেছিলেন অনেকেই, কিন্তু জনৈক এক লেখকের তিন শব্দের গল্প সেরা নির্বাচিত হল! 
গল্পটি এমন-
"আমার বৌ ঘুমোচ্ছে!"🤣🤣

শুরু হয়েছে 'সময়ের কথা'। আপনিও আপনার লেখায় সোচ্চার হোন। পাঠাতেই পারেন লেখা। 
শুধু টিকা খোঁজে আর তারচেয়ে বেশি কাজ খোঁজে/গৌতম বাড়ই। 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কেউ কাজে গৃহস্থঘর, কেউ আয়া, হাসপাতাল। 
স্বামীরা কেউ জনমজুর,  কেউ আবার মাতাল। 
একটি পাউচ বিশ টাকা
জামার তলায় বিষ রাখা
ঘরে ফিরে বউ পেটাতে দলমারই দাঁতাল।  

২.
আশি মণ কুমড়াতে এক ফোঁটা রক্ত !  
নিমেষে যা শুষে মশা শোণিতের ভক্ত। 
রক্তের সন্ধানে কেউ খায় সবজি
নন্ ভেজ পেটুকের ডুবে যায় কব্জি। 
সেই রক্তের হোলিখেলা মেনে নেওয়া শক্ত !!

 আরও পড়ুন 

Post a Comment

0 Comments