জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১ নভেম্বর ২০২০

                           দিনের শেষে 

 ১/১১/২০২০

১) রাশিয়ান করোনা ভ্যাকসিন Sputnik-V'এর ট্রায়ালে বাংলার ১২ জন নির্বাচিত, কামারহাটি-র সাগর দত্ত মেডিকেল কলেজে সম্পন্ন হবে! 

২) রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে রেল-রাজ্যের আগামিকাল গুরুত্বপূর্ণ বৈঠক! 

৩) আজ আই পি এল-এর ৫৪-তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়ালস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৪) আজ সকালে সুপার টাইফুন "গনি"-র তান্ডবে ফিলিপিন্স ভীষণভাবে ক্ষতিগ্রস্ত! 

৫) যাত্রী নেই, বন্ধ হতে চলেছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা! 

৬) বিশ্বের সেরা ১০ স্মার্টফোনে গেমিং দেশের তালিকায় ভারত স্থান পেল! 

৭) দীর্ঘ ৮ মাস পর গত অক্টোবরে মাসিক GST সংগ্রহ ১ লক্ষ কোটি টাকার গন্ডি অতিক্রম করল! 

৮) আজ সর্বভারতীয় সংস্কৃতি পুরস্কার(১৯৯৪), মাইকেল মধুসূদন স্মৃতি পুরস্কার(১৯৯৪), তারাশংকর স্মৃতি পুরস্কার(২০০১), সোমেন চন্দ স্মৃতি পুরস্কার(২০০২), বংকিম পুরস্কার(২০১০)-প্রাপক কথাসাহিত্যিক অনিল ঘড়াই-র জন্মদিন(১৯৫৭)।জ্বলদর্চি-র উদ্যোগে সশ্রদ্ধ চিত্তে স্মরণ! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)

একটু হাসুন 

ঘোষ গিন্নী : বুঝলেন দিদি, আমার ছেলে আর জামাই-এর মধ্যে বিস্তর তফাৎ !
দাস গিন্নী : কি রকম! কি রকম! 
ঘোষ গিন্নী : জামাই আমার খুব ভাল! মেয়ে যা বলে, তাই শোনে! ছেলেটা আর মানুষ হল না, বৌমার কথায় ওঠে আর বসে!


লিমেরিক 
বিনোদ মন্ডল 

কোন্ কাগজে কারেন্ট থাকে -- গায়ে লাগে ছ্যাঁকা? 
প্রশ্ন শুনে তড়িৎ বাবু খেলেন ভ্যাবাচ্যাকা। 
উত্তর নিশ্চয় টাকা ?                   

ভাইপোরে কয় কাকা। 
সঠিক উত্তর কারেন্টের বিল -- নিত্য করে স্যাঁকা ! 

২.
আমার বাগানে এসে কোকিলা খায় পেঁপে। 
পাকাফলের পথ্য গেলে আধপাকাতে চেপে। 
সকাল থেকে সন্ধে
চঞ্চু চালায় ছন্দে -- 
চাষার ব্যাটা আঙুল চুষি -- রেগে মরি ক্ষেপে !

প্রকাশিত।  
ক্লিক করে পড়ুন। 

জ্বলদর্চি কুইজ -১৪
এবারের বিষয় : বিজ্ঞান। 
নির্মাণ - ঋতরূপ ত্রিপাঠী 


জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments