জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১১ নভেম্বর ২০২০


১১/১১/২০২০

১) পশ্চিমবঙ্গে কালীপুজো ও দীপাবলী-সহ উৎসবের মরশুমে বাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন খারিজ করে দিল মহামান্য সুপ্রীম কোর্ট! 

২) নির্বাচন অবৈধ বলে কেন্দ্রের নির্দেশে অপসারণ করা হল Dental Council of India-র প্রেসিডেন্ট ডাঃ দিব্যেন্দু মজুমদার-কে! 

৩) অবশেষে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগোনো-কারভাখের বিতর্কিত এলাকা নিয়ে যুদ্ধের অবসান ঘটল ৬ সপ্তাহের পর! 

৪) রাশিয়ায় তৈরী কোভিড ভ্যাকসিন Sputnik-V করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করার বিষয়ে ৯২ শতাংশ কার্যকরী, এমনই দাবী করেছে মস্কো !

৫) রাজ্য শিক্ষাদপ্তরের সিদ্ধান্ত:-
২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনরকম টেস্ট পরীক্ষা দিতে হবে না, সরাসরি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে! 

৬) ১৯৭০ সাল থেকে বাহরিনের প্রধানমন্ত্রী হিসাবে বহাল শেখ খলিফা বিন সলমন আল খলিফা ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন! বিশ্বের সব থেকে বেশী সময় কোনও দেশের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এই ঘটনা! 

৭) জঙ্গী হামলার এক নৃশংস দৃষ্টান্ত :-
উত্তর মোজাম্বিকের একটি গ্রামের এক ফুটবল মাঠে জড়ো করে ৫০ গ্রামবাসীর মাথা কেটে নিল আই এস জঙ্গীবাহিনী !

৮) রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক-এর Editor In Chief অর্ণব গোস্বামী-র অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল মহামান্য সুপ্রীম কোর্ট! 

৯) পেন্টাগন সূত্রে জানানো হয়েছে যে মারকিন অস্থায়ী প্রতিরক্ষা সচিবের চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")


একটু হাসুন 

স্ত্রী : আজ আমার জন্মদিন! তুমি বেমালুম ভুলে গেলে!! 
স্বামী : না গো ভুলিনি! তোমাকে দেখলে মনেই হয় না যে তোমার বয়স বছর বছর বাড়ছে! তাই জন্মদিন এলেই মনটা খারাপ হয়ে যায়! উইশ্ করি না গো! 
স্ত্রী : ও, তাই বুঝি! তা'ও তো আমি কিছুই মেক্-আপ করি না!
চিত্র - সুদেষ্ণা রায় চৌধুরী 

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
বাবা-মা বাস করে কুশপাতা ঘাটালে
কপালের ফেরে মিঠু বিয়ে করে মাতালে। 
ঠিকুজি ছিলো না
ঠিকে ঝি ললনা
বেসামাল স্বামী তার পড়ে থাকে চাতালে। 

২.
নয় তারা সাধারণ,  রাম ভীম শ্যামেরা
পরিচিত এস পি, ডি এম ম্যামেরা। 
অনশনে বিক্ষোভে
সরকারি উৎসবে
প্রেসকার্ড-হোল্ডার; কাঁধে বুম ক্যামেরা।


আরও পড়ুন।
আজকের দিন। 

Post a Comment

0 Comments