Today is the 12 November, 2020
আজকের দিন
বাংলায়----২৬ কার্তিক বৃহস্পতিবার ১৪২৭
আজ, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্যর প্রয়াণ দিবস। একজন ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি। তাঁকে পণ্ডিত মদনমোহন মালব্য বলা হয়। তাছাড়া ইনি মহামনা সম্মানেও ভূষিত হন।
আজ, বাঙালি লেখক অজিতকুমার গুহর জন্মদিন।একজন বাঙালি শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী। তিনি রবীন্দ্রসাহিত্যে বুৎপত্তিলাভ করেন। পরর্বর্তীকালে এ বিষয়ে তিনি প্রজ্ঞাবান ও মননশীল প্রবন্ধ রচনা করেছিলেন। তিনি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, সোনার তরী, গীতাঞ্জলি, গীতবিতান, কালিদাসের মেঘদূত এবং বঙ্কিমের কৃষ্ণকান্তের উইল -এর মত গুরুত্বপূর্ণ সাহিত্যগ্রন্থ সম্পাদনা করেন ও এগুলির জন্য মূল্যবান ভূমিকা লেখেন। এছাড়াও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে তিনি বহু প্রবন্ধ রচনা করেন।
আজ, কাশিমবাজারের মহারাজা স্যার মণীন্দ্রচন্দ্র নন্দীর প্রয়াণ দিবস। ইনি দানবীর মহারাজা নামে খ্যাত।শিক্ষা ও শিল্পের উন্নয়নে তাঁর পাহাড় প্রমাণ দান বাংলার নবজাগরণকে দিয়েছে এক প্রাণবন্ত প্রেরণা। সারা বঙ্গদেশ তথা তামাম ভারতবর্ষের বহু শিক্ষা প্রতিষ্ঠান তাঁর দানের পরশে ধন্য হয়েছে।
আজ, ভারতীয় পক্ষী বিশারদ সেলিম আলির জন্মদিন। একজন বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ এবং প্রকৃতিপ্রেমী। ইনি ভরতপুর পক্ষী অভয়ারণ্য (কেওলাদেও জাতীয় উদ্যান) প্রতিষ্ঠা করেন এবং তাঁরই উদ্যোগে বর্তমান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে যায়।
আজ, ফরাসী ভাস্কর অগুস্ত রদ্যাঁর জন্মদিন। স্বশিক্ষিত এই শিল্পী দশবছর বয়সেই আঁকাআঁকিতে ঝোঁকেন। তাঁকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভাস্কর বলা হয়। জটিল মনুষ্য মূর্তি নির্মাণে তাঁর অদ্বিতীয় নৈপুণ্য তাঁকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাস্কর্য নির্মাণ ধারা থেকে অনন্য করে রেখেছে। তাঁর বেশিরভাগ কাজই পুরাণতত্ব দ্বারা প্রভাবিত। তাঁর কালজয়ী ভাস্কর্যের মধ্যে আছে- দ্য থিংকার, দ্য কিস, দ্য এজ অফ ব্রোঞ্জ, দ্য গেট অফ হেল, দ্য বাগার অফ ক্যালাইস, বালযাক প্রভৃতি। তাঁর কাজ উনিশ শতকের শেষভাগে শিল্পের জগতে গভীর প্রভাব ফেলে।
মনীষী উবাচ :
একলব্য পরম নিষ্ঠুর দ্রোণাচার্যকে তার বুড়া আঙুল কাটিয়া দিল, কিন্তু এই অন্ধ নিষ্ঠার দ্বারা সে নিজের চিরজীবনের তপস্যাফল হইতে তার সমস্ত আপন জনকে বঞ্চিত করিয়াছে। এই যে মূঢ় নিষ্ঠার নিরতিশয় নিষ্ফলতা, বিধাতা ইহাকে সমাদর করেন না- কেননা ইহা তাঁর দানের অবমাননা।(রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------------
সংকলক- রূম্পা প্রতিহার
----------------------------------------
আরও পড়ুন
0 Comments