১২/১১/২০২০
১) Reserve Bank of India(RBI)-র রিপোর্ট অনুযায়ী ইতিহাসে সর্বপ্রথম ব্যাপক আর্থিক মন্দার কবলে ভারত!
২) মারকিন গায়িকা মেরি মিলবেন- এর দীপাবলীর উপহার সমগ্র ভারতীয়ের জন্য স্বকন্ঠে স্তব : "ওম্ জয় জগদীশ হরে!"
৩) আসন্ন ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে "কাকাবাবুর প্রত্যাবর্তন"!
৪) নাইকি-র পরিবর্তে তিন বছরের চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট্ স্পনসর হল Mobile Premier League(MPL).
৫) আজ রেল ও রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এবার থেকে অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ লোকাল ট্রেন চলবে।
৬) মারকিন ই-কমার্স সংস্থা আমাজন(Amazon)-এর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করল ইউরোপীয় ইউনিয়ন !
৭) দক্ষিণ কোরীয় সংস্থা জানিয়ে দিল যে খোলনলচে বদলে ভারতে ফিরছে PUBG Mobile game!
৮) "দি হিন্দু"-পত্রিকার সংবাদ অনুযায়ী তামিলনাড়ুর তিরুনেনভেলীর এক বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে লেখিকা অরুন্ধতী রায়ের "Walking with The comrades" বইটি তুলে নেওয়া হল, এক ভারতীয় ছাত্র সংগঠনের আপত্তিতে!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
স্বামী : সর্বনাশ হয়ে গেছে গো!গাড়ির স্টিয়ারিং, ব্রেক্, ক্লাচ্ সব চুরি হয়ে গেছে! বাড়ি ফিরব কেমন করে?
স্ত্রী : তুমি কি আজও নেশা করেছ?
স্বামী : সামান্য! খুব একটা বেশি নয়!
স্ত্রী : বুঝতে পারলাম! তুমি গাড়ির বামদিক থেকে সরে ডানদিকে বসো, সব কিছু পেয়ে যাবে।
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
জংবাজ জ্যোতির্ময়ের জবর-দোষ
দুহাতে একসাথে জোড়া খরগোশ
কাচে ঘেরা গাছঘর
মাছেদের নাচঘর
অফুরান বর্ষণে বাজে মালকোষ।
২.
ফ্যাসাদের ফাঁদপাতা -- অফিসটা ফাঁড়ি
চোরে করে চা আর রাঁধুনি বাটপাড়ই।
সবজি কেনে খোচড়।
কবজি ধরে মোচড় --
টেরিকাটা সিভিকেরা সিজ করে গাড়ি।
আরও পড়ুন
এবারের 'দিল্লি দর্পন'-এ (১৮ পর্ব) দিল্লির কিছু দ্রষ্টব্য স্থান।
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇
0 Comments